ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কংগ্রেস সভাপতি পদে সুশীল সিন্ধেকে নিয়ে জল্পনা

প্রকাশিত: ০৯:২১, ৩ জুলাই ২০১৯

কংগ্রেস সভাপতি পদে সুশীল সিন্ধেকে নিয়ে জল্পনা

ভারতীয় কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে এখনও অনড় রাহুল গান্ধী। সোমবার কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরও সঙ্গে বৈঠকে তা সাফ জানান তিনি। এরপর জল্পনা শুরু হয়। রাহুলের পর কংগ্রেস প্রধান কে হচ্ছেন। দলটির একাধিক সূত্র জানিয়েছে, রাহুলের জায়গায় সুশীল কুমার সিন্ধের দায়িত্ব নেয়ার সম্ভাবনা বেশি। কারণ সুশীল কুমার শিন্ডে বয়সে প্রবীণ এবং কংগ্রেস শিবিরে তিনি একজন পরীক্ষিত নেতা। খবর এনডিটিভি অনলাইনের। কংগ্রেসের একাধিক সূত্র বলেছে, প্রিয়াঙ্কা গান্ধী এখন বিদেশে। রাহুলও ফের বিদেশে যেতে পারেন। ফিরে আসার পরই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে। কংগ্রেসের এক নেতার কথায়, ৭৭ বছর বয়সী দলিত নেতা সিন্ধেকে যদি বেছে নেয়া হয়, সেটি হবে গান্ধী পরিবারের প্রতি তার আনুগত্যের জন্যই। সিন্ধে অবশ্য নিজের উচ্চাকাক্সক্ষা কখনও প্রকাশ করেননি। এক বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী না হতে পারায় তাকে রাজ্যপাল করা হয়েছিল।
×