ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেড় মিটার বরফের নিচে মেক্সিকোর শহর

প্রকাশিত: ০৮:৫১, ২ জুলাই ২০১৯

দেড় মিটার বরফের নিচে মেক্সিকোর  শহর

ব্যাপক শিলাবৃষ্টির পর মেক্সিকোর গুয়াদালাজারা শহরের ছয়টি এলাকা দেড় মিটার বরফের চাদরে ঢাকা পড়ে গেছে। স্থানীয় সময় রবিবার রাজধানী মেক্সিকো সিটির উত্তরের এই শহরটিতে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়। এরপর ওই ছয়টি এলাকা পাঁচ ফুট উঁচু বরফের নিচে চাপ পড়ে। রাস্তায় থাকা গাড়িগুলো প্রায় অর্ধেক পর্যন্ত বরফে ডুবে যায়। ঝড় ও শিলাবৃষ্টিতে ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর ও এর আশপাশে বহু গাড়ি পানির স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাছ পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি ও আকস্মিক বন্যা দেখা দিলেও এসব ঘটনায় কেউ আঘাত পাননি বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন ধরে শহরটিতে ৩০ ডিগ্রী সেলসিয়াসের চেয়েও বেশি তাপমাত্রা বিরাজ করছিল। এর আগে শহরটিতে শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলোর কোনটিই এবারের মতো ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্য গবর্নর এনরিকে আলফারো এ পরিস্থিতিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। জলবায়ু পরিবর্তন বাস্তব কিনা এবার নিজেদের জিজ্ঞেস করুন। এ ধরনের প্রাকৃতিক ঘটনা আগে কখনও দেখা যায়নি, বলেছেন তিনি। -বিবিসি
×