ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সম্মেলনে পুতিন মগ

প্রকাশিত: ১০:১৫, ৩০ জুন ২০১৯

 সম্মেলনে পুতিন মগ

জাপানের জি-২০ সম্মেলনে ব্যক্তিগত মগ নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, প্রায় ২০ বছর ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট এখন আর কাউকেই বিশ্বাস করতে পারেন না। কারও কারও দাবি, তিনি প্যারানয়ায় ভুগছেন। প্যারানয়া এক ধরনের মানসিক রোগ। এর কারণে রোগী সব সময় আতঙ্কে থাকেন, তাকে কেউ ধরতে আসছে বা ক্ষতি করবে। দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে শুক্রবার (২৮ জুন) রাতে এক নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওয়াইন গ্লাসে পান করলেও পুতিনকে একটি সাদা তাপনিয়ন্ত্রক মগ ব্যবহার করতে দেখা যায়। সেটি দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টোস্টিং (মদ্যপানের আগে বিশেষ প্রথা) করেন তিনি। -দ্য ডেইলি স্টার
×