ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নতুন বইয়ের কাটতি বাড়াতেই যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৯:১৮, ২৬ জুন ২০১৯

নতুন বইয়ের কাটতি বাড়াতেই যৌন নির্যাতনের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখিকা ই জিন ক্যারলের যৌন নির্যাতনের অভিযোগ আবারও অস্বীকার করেছেন। ১৯৯০’র দশকে ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করেন লেখিকা ক্যারল। অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, ‘তিনি আমার মতো নন।’ ট্রাম্প বলেন, নিউইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে তথাকথিত নির্যাতনের বিষয়ে লেখিকা ই জিন ক্যারল পুরোপুরি মিথ্যাচার করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্য হিলকে বলেন, ‘আমি তার প্রতি সম্মান রেখেই বলব : প্রথমত, তিনি আমার মতো নন। দ্বিতীয়ত, এ ধরনের ঘটনা কখনও ঘটেনি। এটা কখনও ঘটেনি, ঠিক আছে?’ গত শুক্রবার ৭৫ বছর বয়সী লেখিকা ক্যারল নিউইয়র্ক ম্যাগাজিনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এরপর সিএনএন ও এমএসএনবিসিকে দেয়া সাক্ষাতকারে এলের কলাম লেখক ক্যারল বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করার চিন্তা-ভাবনা করছেন। ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারীদের মধ্যে ১৬তম হলেন লেখিকা ই জিন ক্যারল। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন ট্রাম্প। ক্যারল বলেন, ১৯৯৫ সালের শেষদিকে বা ১৯৯৬ সালের প্রথম দিকে ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটার সময় ট্রাম্পের সঙ্গে হঠাৎ তার ধাক্কা লাগে। এরপর অন্য এক মহিলার অন্তর্বাস কেনার জন্য ক্যারলের পরামর্শ চান ট্রাম্প। তারপর পরিহাসচ্ছলে ক্যারলকে এটা পরে দেখার অনুরোধ করেন ট্রাম্প। এরপর তারা সেই ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে যান। সেখানে ট্রাম্প তার দিকে ঝুঁকে পড়েন, তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ধরে তার ওপর জোরপূর্বক হামলে পড়েন। ক্যারলের ‘আস্ক ই জিন’ পরামর্শ কলাম ১৯৯৩ সাল থেকে এল ম্যাগাজিনে প্রকাশিত হয়ে আসছে। লেখিকা ক্যারল দাবি করেন, ব্যাপক ধস্তাধস্তির পর তিনি ট্রাম্পকে নিবৃত করতে সমর্থ হন। সোমবার হোয়াইট হাউস থেকে দ্য হিলকে দেয়া বক্তব্যে ট্রাম্প অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ক্যারলের বই ‘হোয়াট ডু উই নিড ফর মেন? এ মোডেস্ট প্রোপোজাল’ বাজারে আসার কথা রয়েছে। বইটির কাটতি বাড়াতেই এ অভিযোগ। এমনকিধ তিনি ক্যারলকে চেনেন না বলেও জানান। যদিও নিউইয়র্ক ম্যাগাজিনে তার অভিযোগের বিস্তারিত বিবরণ এবং ক্যারল ও ট্রাম্পের একসঙ্গে ছবি ছাপা হয়েছে। ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়ঙ্কর বিষয় যে, মানুষ এ ধরনের বিবৃতি দিতে পারে।’ ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ করার পর এই নিয়ে তৃতীয়বারের মতো বিষয়টি অস্বীকার করলেন তিনি। এর আগে ট্রাম্প অভিযোগ করেন ‘ক্যারল একটি নতুন বই বিক্রির চেষ্টা করছেন’ এবং ‘মিথ্যা সংবাদ ছড়াচ্ছেন’। ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগ অস্বীকার এবং ‘আমার মতো নয়’ মন্তব্যের জবাবে লেখিকা ক্যারল সিএনএনকে বলেন, ‘আমি তার মতো না, এটাকে আমি পছন্দ করি।’ ২০১৬ সালেও আরেক অভিযোগকারী জেসিকা লিডসের বিরুদ্ধেও এমন মন্তব্য করেছিলেন। -বিবিসি ও গার্ডিয়ান
×