ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে টিকার ওপর মানুষের আস্থা কমছে

প্রকাশিত: ০৮:৪৭, ২২ জুন ২০১৯

 বিশ্বজুড়ে টিকার ওপর মানুষের  আস্থা কমছে

বিশ্বজুড়েই টিকার বিষয়ে মানুষের অবিশ্বাস বাড়ছে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিচ্ছেন যে, এর ফলে প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে মানুষের লড়াই আবার পিছিয়ে যেতে শুরু করেছে। টিকার বিষয়ে মানুষের মনোভাব জানার জন্য বিশ্বে এযাবতকালের সবচেয়ে বড় জরিপে দেখা যাচ্ছে- অনেক অঞ্চলে টিকা সম্পর্কে মানুষের আস্থা একেবারেই কম। সম্প্রতি বিশ্বের ১৪০টি দেশের এক লাখ ৪০ হাজার মানুষের ওপর জরিপটি চালায় যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দশটি বিষয়কে বিশ্বের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় হুমকি বলে বর্ণনা করছে, তার একটি হচ্ছে টিকা দেয়ার বিষয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব। এই বিশ্ব জরিপে এমন অনেক লোকের খোঁজ পাওয়া যাচ্ছে যারা বলছে টিকার বিষয়ে তাদের খুব কমই বিশ্বাস বা আস্থা আছে। যখন তাদের প্রশ্ন করা হয়েছিল টিকা নিরাপদ কি না? এর উত্তরে ৭৯ শতাংশ বলেছেন, তারা ‘মোটামুটি’ বা ‘দৃঢ়ভাবে’ এর সঙ্গে একমত। ৭ শতাংশ বলেছেন, তারা এ ব্যাপারে দৃঢ়ভাবে দ্বিমত করেন। ১৪ শতাংশ এর পক্ষে বা বিপক্ষে কিছুই বলেননি। -বিবিসি
×