ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রচারকে কেন্দ্র করে ইতোমধ্যে একাধিক ;###;সংঘর্ষ

উপজেলা নির্বাচন নিয়ে উত্তপ্ত মাদারীপুর

প্রকাশিত: ১১:২৫, ১৫ জুন ২০১৯

উপজেলা নির্বাচন নিয়ে  উত্তপ্ত মাদারীপুর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ জুন ॥ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে‘র বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. ওবাইদুর রহমান কালু খান। ইতোমধ্যে এই দুই প্রার্থীর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ জেলা ও উপজেলা আওয়ামী লীগের ২২ নেতাকে শোকজ করা হয়েছে। এতে নির্বাচনী মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। ফলে সাধারণ ভোটাররা বিশেষ করে সংখ্যালঘুরা শঙ্কায় রয়েছে। অন্য দিকে সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে (ইন্সপেক্টর) অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই এ আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এবারের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপির ছোট ভাই এ্যাড. ওবাইদুর রহমান কালু খান। নির্বাচনকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে প্রায় দিনই ঘটছে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাছিম শহরের কুকরাইলের তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি মহল নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৮ জুনের নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর যে সব জনপ্রতিনিধি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে; তাদের কেউ কেউ নৌকার বিরুদ্ধে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।’ জানা গেছে, ১৮ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ওবাইদুর রহমান কালু খান আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’কে মনোনয়ন দেয়। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বিক্ষোভ করেন। সেই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে’র বিরুদ্ধে ওবাইদুর রহমান কালু খানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে মনোনয়ন না পেয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজল কৃষ্ণ দে’র পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাছিম গ্রুপ শাজাহান খান এমপি গ্রুপ দু’ভাগে বিভক্ত হয়ে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করছে । এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান নিজে নৌকার এমপি হয়েও তার ছোট ভাইকে নৌকার বিরুদ্ধে প্রার্থী করেছেন, যা জনগণের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু দল ও দলের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। আশা করছি নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।’
×