ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনী বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি আরব

প্রকাশিত: ০৯:০৩, ১৫ জুন ২০১৯

  ইয়েমেনী  বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করেছে  সৌদি আরব

সৌদি সেনাবাহিনী শুক্রবার ইয়েমেনী বিদ্রোহীদের ৫টি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে দুদিনে এটি দ্বিতীয় বিমান হামলা। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট একথা বলেছে। খবর এএফপির। সৌদি রাষ্ট্রীয় মিডিয়া প্রকাশিত জোটের এক বিবৃতিতে বলা হয়। ড্রোনগুলোর লক্ষ্যস্থল ছিল আভা বিমানবন্দর ও পার্শ্ববর্তী শহর খামিস মুশাইত। আভায় বুধবার বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রে ২৬ বেসামরিক লোক নিহত হয়েছে। খামিস মুশাইতে একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ও বিমান বাহিনী আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইতকে লক্ষ্যবস্তু করে হুতি মিলিশিয়াদের ছোড়া ৫টি মানুষবিহীন ড্রোন প্রতিহত করেছে এবং ধ্বংস করে দিয়েছে।
×