ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে দারুণ কীর্তি করুনারত্নের

প্রকাশিত: ১০:৪০, ২ জুন ২০১৯

 বিশ্বকাপে দারুণ কীর্তি করুনারত্নের

স্পোর্টস রিপোর্টার ॥ দল ভাল করতে পারেনি। গুটিয়ে গেছে অল্প রানে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে গড়েছেন দারুণ এক কীর্তি। বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করে ছুঁয়েছেন ২০ বছরের রেকর্ড। কার্ডিফে শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। পরে ম্যাচ হেরেছে ১০ উইকেটে। এদিন ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ৮৪ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন করুনারত্নে। ১৯৭৫ প্রথম বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার। অবশ্য সেটি ছিল ৬০ ওভারের ওয়ানডে ম্যাচ। আর ৫০ ওভারের আধুনিক বিশ্বকাপে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার প্রথম রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবসের। ১৯৯৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১১০ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন জ্যাকব। সবমিলিয়ে ওয়ানডে ইতিহাসের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার কীর্তি গড়লেন করুনারত্নে। ২০১৫ বিশ্বকাপের পর চার বছর কোন ওয়ানডে না খেলেও এবারের বিশ্বকাপের আগে হঠাৎ করেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব পান করুনারত্নে।
×