ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৯:২৩, ৩০ মে ২০১৯

 প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ  দাবি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৯ মে ॥ প্রেমের ফাঁদে ফেলে নির্যাতন চালিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে প্রতারক চক্রের সদস্য উপজেলার শীর্ষ সন্ত্রাসী, মাদক বিক্রেতা আলমগীর শিংকে গ্রেফতার করেছে পুলিশ। আলমগীর শিংকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলার কান্দিপাড়া গ্রামের লাভনী আক্তার নামে এক তরুণী গত সোমবার বিকেলে মোবাইল ফোনে কথা বলে ওই রাত ৮ টায় কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রী কলেজের সামনে প্রবাসী মায়ের সন্তান (১৭) জিসানকে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। এর এক সপ্তাহ আগে মোবাইল ফোনে তাদের আলাপ ও পরিচয় হয়। জিসান রাত ৮ টার দিকে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের সামনে যায়। জিসানকে আবদুর রহমান ডিগ্রী কলেজের সামনে নেয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাভনীর সহযোগী শীর্ষ সন্ত্রাসী আলমগীর শিং, অনীক মিয়াসহ আরও ২/৩ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী জিসানকে লাভনীর সঙ্গে দেখা করানোর কথা বলে কান্দিপাড়া বাজার সংলগ্ন অনীকের বাড়িতে নিয়ে একটি টিনের ঘরে জিসানকে পায়ে শিকল দিয়ে বেঁেধ বন্দী রাখে । প্রায় ২৮ ঘণ্টা জিসানকে এই টিনের ঘরে শিকল দিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে অকথ্য নির্যাতন করে মোবাইল ফোনে তার পরিবারের লোকজনের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শীর্ষ সন্ত্রাসী আলমগীর মোবাইল ফোনে তার জিসানের মামা আনসারুল হকের কাছে তার ভাগ্নেকে বাঁচাতে ৩০ হাজার টাকা নিয়ে বুধবার রাত ১০টার মধ্যে কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রী কলেজের সামনে যেতে বলে। আলমগীর আনসারুলকে হুমকি দেয় এ ঘটনা পুলিশ বা অন্য কাউকে জানালে তার ভাগ্নেকে খুন করা হবে। আনসারুল পাগলা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ৩০ হাজার টাকা নিয়ে কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রী কলেজ এলাকায় যায়। সন্ত্রাসী আলমগীর টাকা নিতে আসলে আগে থেকে ওঁৎপেতে থাকা পুলিশ আলমগীরকে আটক করে। পরে পুলিশ আলমগীরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অনীকের বাড়ি থেকে জিসানকে উদ্ধার করে।
×