ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের সাবেক ৮ মুখ্যমন্ত্রী পরাজিত

প্রকাশিত: ০৮:১১, ২৫ মে ২০১৯

 কংগ্রেসের সাবেক ৮  মুখ্যমন্ত্রী পরাজিত

এবারের লোকসভা নির্বাচনে অনেক বিখ্যাত রাজনীতিবিদ হারের তিক্ত স্বাদ পেয়েছেন। এদের বেশিরভাগই কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিক। এবার কংগ্রেসের সাবেক ৮ মুখ্যমন্ত্রী ভোটে পরাজিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দিল্লীর তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তিনি দিল্লী নর্থ ইস্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত নৈনিতল-উদমসিং নগর আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুদাও পরাজিত হয়েছেন। তিনি শনিপাত থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা দিগি¦জয় সিংও হার মানতে বাধ্য হয়েছেন। মধ্যপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী ভোপাল থেকে নির্বাচন করেছিলেন। কিন্তু জিততে পারেননি। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধে নির্বাচন করেছিলেন সোলাপুর থেকে। কিন্তু বিজয়ের দেখা পাননি। মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও ধরাশায়ী হয়েছেন। তিনি নির্বাচন করেছিলেন তুরা আসন থেকে। কিন্তু জনগণ তাকে নিরাশ করেছে। কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলিও পরাজয়বরণ করেছেন। তিনি রাজ্যের চিকবল্লাপুর থেকে নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহানও নির্বাচনে পরাজিত হয়েছেন। আর সাত রাজ্যের সবকটি আসনে বিজয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। অরুণাচল (২), রাজস্থান (২৫), দিল্লী (৭) গুজরাট (২৬), হরিয়ানা (১০), হিমাচল প্রদেশ (৪) ও উত্তরাখন্ডের (৫) সবকটি আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। -টাইমস অব ইন্ডিয়া
×