ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবজাতককে ফেলে পালালেন বাক-প্রতিবন্ধী নারী

প্রকাশিত: ০৯:৫২, ২১ মে ২০১৯

 নবজাতককে ফেলে পালালেন বাক-প্রতিবন্ধী নারী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ মে ॥ অজ্ঞাত পরিচয় এক বাক প্রতিবন্ধী মা তার নবজাতক ছেলেকে অন্যের বাসায় ফেলে রেখে পালিয়ে গেছেন। পরে সমাজসেবা অধিদফতর সোমবার শিশুটিকে লালন-পালনের জন্য ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাসে’ পাঠিয়েছে। জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক বাক প্রতিবন্ধী নারী গত ১৩ মে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এক ছেলে শিশুর জন্ম দেন। পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ১৫ মে তিনি ওই শিশুটিকে নিয়ে জেলা শহরের জয়নগর এলাকার আমেনা খাতুন নামে এক নারীর বাসায় গিয়ে আশ্রয় চান। আমেনা খাতুন মানবিক বিবেচনায় তার বাসার একটি কক্ষে তাকে আশ্রয় দেন। কিন্তু রবিবার ভোরে ওই বাক প্রতিবন্ধী নারী তার শিশুটিকে আমেনা খাতুনের বাসায় রেখে পালিয়ে যান। এরপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। নিরুপায়ে আশ্রয়দাতা আমেনা খাতুন শিশুটিকে নিয়ে নেত্রকোনা মডেল থানা ও সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন। পরে সোমবার শিশুটিকে ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়।
×