ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:০৮, ১৯ মে ২০১৯

 গলাচিপায় পানিতে ডুবে তিন  শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপার দুটি গ্রামে ভিন্ন দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে শনিবার দুপুরের দিকে। প্রথম ঘটনায় মারা গেছে শাহরিয়ার শাওন (৭) ও সিফাত (৬) নামের দুই শিশু। তারা একে অপরের মামা-ভাগ্নে। শাওন গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আবুল পেয়াদার ছেলে ও সিফাত একই এলাকার শাহিন মেলকারের ছেলে। জানা যায়, বেলা একটার দিকে শিশু দুটি বড় গাবুয়া মেলকার বাড়ির সামনে খেলা করছিল। খেলার এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের বদ্ধ খালে ওই শিশু দুটি পড়ে যায়। বাড়ির লোকজন শাওন ও সিফাতকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির পরে তাদের খালের পানিতে ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন একই সময়ে পানপট্টি ইউনিয়নের পশ্চিম গেরামর্দন গ্রামের শাহজালাল খাঁর মেয়ে মরিয়ম আক্তার মৌসুমী (৬) পুকুর পাড়ে খেলাধুলা করছিল। আকস্মিক পা পিছলে সে পানিতে পড়ে যায়। পরে স্বজনরা মৌসুমীকে পুকুর থেকে তুলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম বলেন, তিনটি শিশুকেই পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
×