ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৬, ১৯ মে ২০১৯

 বিদ্যুতের তারে জড়িয়ে  শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৮ মে ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার চরফকিরা চাপরাশিরহাট বাজারের হানিফ ম্যানশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩৩ হাজার ভোল্ট তার বিল্ডিংয়ের ছাদ ছুঁই ছুঁই অবস্থায় অরক্ষিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হক (২৫) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার জহিরুল হকের ছেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানান, ভবন মালিকের অবহেলায় বিদ্যুতস্পৃষ্ট এই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগেও ভবন মালিকের অবহেলায় এ ভবনের ছাদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরেক জনের মৃত্যু হয়। এলাকায় বিদ্যুতের বিদ্যমান বিতরণ ব্যবস্থা বেশ ঝুঁকিপূর্ণ ও নাজুক। বছরের পর বছর পার হলেও ঝুঁকিপূর্ণ এসব বিদ্যুতের তারের স্থান পরিবর্তনের কোন উদ্যোগ নেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি এসব তারে শুধু মানুষের প্রাণই কেড়ে নেয় না বিদ্যুত চুরির মচ্ছবও চলে।
×