ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আট রাজ্যের ৫৯ আসনে আজ শেষ দফা ভোট

রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান বিজেপি বিরোধীরা

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ মে ২০১৯

 রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে  চান বিজেপি বিরোধীরা

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের আজ শেষ দফার ভোট। আজ দেশটির আট রাজ্য ৫৯ লোকসভা আসনে ভোটগ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসী কেন্দ্রেও আজ ভোট হবে। আগামী ২৩ মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। এদিকে নির্বাচনের ফল প্রকাশের প্রায় এক সপ্তাহ আগেই বিজেপি বিরোধী একটি জোট গড়তে শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দিল্লীতে রাহুলের সঙ্গে দেখা করে অ-বিজেপি ফ্রন্ট তৈরি নিয়ে উভয় নেতা কথা বলেন বলে এক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপশি তিনি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রধান শারদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করেন। খবর এনডিটিভি অনলাইনের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী আহূত আগামী ২৩ মের বৈঠকের আগেই শনিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শনিবার এই বৈঠক সারলেন। আগামী ২৩ মের বৈঠক নিয়ে সোনিয়ার সঙ্গে কাজ করছেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। ৬৯ বছর বয়সী এই নেতা একই দিন সন্ধ্যায় লক্ষৌতে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতি ও প্রদেশটির অপর নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শুক্রবার সিপিআইএম নেতা সিতারাম ইয়েচুরি ও আম আদমি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে নির্বাচন-উত্তর দেশের নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুক্রবারের বৈঠক শেষে এন চন্দ্রবাবু নাইডু বলেন, আমরা বিজেপি বিরোধী সকল দলকে আমাদের জোটে স্বাগত জানাতে চাই। তিনি বলেন, ভারতের বিজেপি বিরোধী দলগুলো এক ছাতার নিচে সমবেত হলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে। পাশাপাশি তেলেঙ্গানার রাষ্ট্রীয় সমিতি দলের নেতা কে চন্দ্র শেখর রাও এই জোটে সমবেত হয়েছে। কে চন্দ্র শেখর রাওয়ের সঙ্গে কংগ্রেসের দীর্ঘ বৈরিতাপূর্ণ সম্পর্ক চলে আসছিল। আবার এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কে চন্দ্র শেখর রাওয়ের দীর্ঘ বৈরিতা রয়েছে। এই চন্দ্র শেখর রাও এখন রাহুল গান্ধীকে ভারতের আগামী প্রধানমন্ত্রী বানানোর মিশনে নেমেছেন। চন্দ্রবাবু নাইডু শুক্রবার ভারতের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। তিনি বিজেপির ভোপালের প্রার্থী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানান। প্রজ্ঞা ঠাকুর মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসের পক্ষে কথা বলেছিলেন। এদিকে লোকসভা নির্বাচনের আগের দিন নরেন্দ্র মোদি দেশটির উত্তরাখন্ডের প্রখ্যাত কেদারনাথ মন্দিরের ধ্যানে বসেন।
×