ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি - বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় (কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা)

প্রকাশিত: ১২:১৮, ১৮ মে ২০১৯

এসএসসি পরীক্ষার প্রস্তুতি - বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  দ্বিতীয় অধ্যায় (কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা)

১। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সফটওয়্যার ব্যবহার হয়? ক. লিনাক্স খ. উইন্ডোজ গ. ইউনিক্স ঘ. ম্যাক ২। কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে? ক. রেজিস্ট্রি ক্লিনআপ খ. এক্সপি ডেটআপ গ. লিনাক্স সেটআপ ঘ. এক্সপি ক্লিনআপ ৩। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে - ক. ধীর করে দেয় খ. দ্রুত করে দেয় গ. স্থির করে দেয় ঘ. অতি ধীর করে দেয় ৪। টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে? ক. কম্পিউটার স্লো হয়ে যায় খ. কম্পিউটার গতি বেড়ে যায় গ. কম্পিউটার হ্যাং হয়ে যায় ঘ. এন্টি ভাইরাস কাজ করে না ৫। কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে সফটওয়্যার কী চায়? ক. Set in খ. Setup গ. Set down ঘ. Stand up ৬। কোনটি ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ক্ষতি? ক. এন্টিভাইরাস খ. প্রোগ্রাম গ. ভাইরাস ঘ. ইন্টারনেট ৭। অপারেটিং সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া - ক. জটিল খ. সহজ গ. অত্যন্ত সহজ ঘ. একটু জটিল ৮। কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের কোনটি লক্ষ্য রাখা উচিত? ক. Auto run খ. Read me গ. Virus ঘ. Setup ৯। ডিজিটাল কপির অপর নাম কী? ক. Hard copy খ. Soft copy গ. Cut copy ঘ. Digit copy ১০। কম্পিউটাওে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়? ক. Run খ. Auto run গ. Read me ঘ. Setup ১১। অপারেটিং সফটওয়্যার নিচের কোন ড্রাইভে রয়েছে- ক. D খ. C গ. E ঘ. F ১২ । VIRUS - পূর্ণরূপ কি - ? ক. Vital Information And Resources Under Siege. খ. Vital Information Resources Upper Siege. গ. Vital Information Resources Under Size. ঘ. Vital Information Resources Under Siege. ১৩। ভাইরাসের নামকরণ করেন কে? ক. ফ্রেড কোহেন খ. মাইকেল কোহেন গ. কোহেন ঘ এ্যাডা লাভলেস ১৪ । নিচের কোনটি ভাইরাস ? ক. Avg খ. Avira গ. panda ঘ. Folder ১৫. ডিস্কের বুট সেক্টরে কোন ভাইরাস আক্রমণ করেন? ক. বুট ভাইরাস খ. ডিস্ক ভাইরাস গ. এন্টিভাইরাস ঘ. শক্তিশালী ভাইরাস উত্তর - ১. খ, ২.ক, ৩.ক, ৪.ক, ৫.খ, ৬.ক, ৭.ঘ, ৮.খ, ৯.খ, ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক
×