ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮৫ কোটি টাকা

প্রকাশিত: ১১:৪৮, ১৮ মে ২০১৯

 বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮৫ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের জন্য মোট ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। আসরজুড়ে পুরস্কারস্বরূপ খরচ হবে বিপুল পরিমাণ এ অর্থ। সবচেয়ে বেশি ৪ মিলিয়ন ডলার তথা ৩৪ কোটি টাকার প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দল। রানার্সআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা। বাকি দলগুলোর জন্যও বরাদ্দ থাকছে বিপুল অঙ্কের অর্থ। সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেয়া হবে ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮০ লাখ টাকা করে। মোট ১৩ কোটি ৬০ লাখ টাকা পাবে উভয় দল। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলকে দেয়া হবে ১ লাখ ডলার বা ৮৫ লাখ টাকা করে। এর মোট পরিমাণ ৫ কোটি ১০ লাখ টাকা। লীগপর্বে ম্যাচজয়ী দলের জন্যও থাকছে পুরস্কার। প্রথমপর্বের প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। টাকায় এ অংক ৩৪ লাখ। লীগপর্বে জয়ী দলগুলোর পেছনে মোট ব্যয় হবে ১৫ কোটি ৩০ লাখ টাকা। তবে ব্যক্তিগত পুরস্কার- প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিংবা অন্য কোন পুরস্কারের অর্থ প্রকাশ করেনি আইসিসি। সেসব যোগ করলে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে। ৩০ মে ইংল্যান্ডে শুরু বিশ্বকাপের ১২তম আসর।
×