ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বুমরাহ বিশ্বসেরা, বলছেন শচীন

প্রকাশিত: ১১:৫১, ১৫ মে ২০১৯

বুমরাহ বিশ্বসেরা, বলছেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে জাসপ্রিত বুমরাহ। সময়ের অন্যতম সফল এই বোলারের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান পরামর্শক হিসেবে তাকে খুব কাছ থেকে দেখেছেন শচীন টেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট ইতিহাসের মহানায়ক, জীবন্ত কিংবদন্তি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, বুমরাহই সময়ের সেরা পেস বোলার। আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলের নাটকীয়তায় ১ রানের জয় পেয়েছে মুম্বাই। শেষ ওভারটি করেছিলেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা। তবে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল জিতেছেন বুমরাহ। আসরজুড়ে এভাবেই মুম্বাইর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আহমেদাবাদে জন্ম নেয়া ২৫ বছর বয়সী আলোচিত এ পেস বোলার। আরেক সাবেক তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে এক ক্রিকেট আড্ডায় বুমরাহকে এক বাক্যে বর্তমান বিশ্বের সেরা বোলার হিসেবে আখ্যায়িত করেন শচীন। ওই আড্ডায় বুমরাহর বোলিং এ্যাকশনকে অদ্ভুত হিসেবে উল্লেখ করে যুবরাজ বলেন, ‘বুমরাহর বোলিং এ্যাকশনটাই অদ্ভুত। যে কারণে কখনই ধারণা করা যায় না যে তার বলের গতি ঠিক কেমন হবে। আমি মনে করি সে তার ক্যারিয়ারের সেরা বোলিং করছে এখন...’ যুবরাজের এ কথা শেষ করতে না দিয়ে শচীন বলেন, ‘আমি রেকর্ডের ব্যাপারে জানি না। তবে বলে দিতে পারি বর্তমান বিশ্বে বুমরাহই সবার সেরা বোলার। তবে আমি বিশ্বাস করি তার সেরাটা দেয়া এখনও বাকি রয়েছে।’ এবারের আইপিএলে অন্তত ৬০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ইকোনমি রেট বুমরাহর। তার ৬.৬৩ ইকোনমির চেয়ে এগিয়ে ছিলেন কেবল রশিদ খান (৬.২৮)। তবে উইকেট সংখ্যায় ঠিকই রশিদের (১৭) চেয়ে এগিয়ে বুমরাহ (১৯)। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বুমরাহ ৪৯ ওয়ানডেতে ৮৫ উইকেট নিয়েছেন। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ৪২ টি২০তে তার শিকার সংখ্যা ৫১। ১০ টেস্টে নিয়েছেন ৪৯ উইকেট। ৩০ মে শুরু হতে যাওয়া ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন ব্যতিক্রমধর্মী এ্যাকশনের অধিকারী ডানহাতি এ পেসার। প্রতিটি দল নিশ্চিতই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে।
×