ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কান উৎসবে শীর্ষ দশ চলচ্চিত্র

প্রকাশিত: ০৮:২৯, ১৫ মে ২০১৯

কান উৎসবে  শীর্ষ দশ  চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসব ২০১৯ মঙ্গলবার ফ্রান্সে শুরু হয়েছে। কিন্তু এবারের উৎসব শুরু হয়েছে বেশ কিছু বিতর্কিত মেঘ সৃষ্টির মধ্য দিয়ে। উৎসবে অবশ্য দেখার মতো ১০টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। প্রথমত উল্লেখ করতে হয় কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড চলচ্চিত্রটি। এ নতুন কমেডি ড্রামায় অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এক নিষ্প্রভ টিভি তারকা হিসেবে। পোট্রেট অব এ লেডি অন ফায়ার। এ ছবি পরিচালনা করেছেন সেলিন মিয়ামা। এতে এক তরুণ চিত্রকর হিসেবে অভিনয় করেছেন নোয়েমি মেরলেন্ট। এ চিত্রকর এক তরুণী নারীর প্রতিকৃতি আঁকার জন্য নিযুক্ত করা হয় তার (নারীর) অজান্তে। এ চলচ্চিত্রে শিল্পসুলভ দৃষ্টিতে সংবাদপত্রে প্রতিবেদন স্টাইল ঘটনা অগ্রসর হয়েছে। লিটল জো। এ ছবির পরিচালনায় জেসিকা হাউজনার। এখানে এক উদ্ভিদ ব্রিডার সম্পর্কে রূপকভাবে রহস্যজনক ভবিষ্যদ্বাণী প্রকাশ করা হয়েছে। এ উদ্ভিদ ব্রিডার ‘লিটল জো’ নামে একটি ফুল ফুটিয়ে তোলেন যা প্রতিপালনকারীদের জন্য আনন্দ ছড়িয়ে দেয়। সরি ইউ মিসড ইউ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কেন লোচ। তার সর্বশেষ ছবি আই, ড্যানিয়েল ব্ল্যাক তাকে দ্বিতীয় পামে ডি’ওর পুরস্কার এনে দেয় এবং যুক্তরাজ্যে কৃচ্ছ্রতার ওপর এক বিতর্ক সৃষ্টি করে তিনি সরি ইউ মিসড নিয়ে আলোচনায় ফিরে এসেছেন। এ ছবিতে এক কষ্টার্জিত চালকের গল্প বলা হয়েছে। এ ছবির চিত্রনাটে রয়েছেন পল ল্যাবার্টি। দ্য সোয়ালোস অব কাবুল। পরিচালনায় রয়েছেন জাবোউ ব্রিটম্যান ও এলিয়া গোবে মোভলেক। ইয়াসমিনা খাদরার উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি করা এ প্রাণবন্ত চলচ্চিত্রে ৯০ দশকের শেষের দিকের তালেবান-শাসিত কাবুলের ঘটনা এবং এক ভালবাসার গল্প বলা হয়েছে। দ্য ডেড ডোন্ট ডাই পরিচালনা করেছেন জিম জারমুশ্চ। টিল্ডা সুইন্টন, বিল মুবে ও এডাম ড্রাইভার এ ছবিতে অভিনয় করেছেন। এন ইজি গার্ল। রেবেকা জ্লোটস্কি এ ছবি পরিচালনা করেছেন। এটি ক্ল্যাসিক গ্র্যান্ড সেল্টাল ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ফ্র্যাঙ্কি চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন ইরা সাকস। সিক সিক সিক। এলিস ফুরতাদো পরিচালিত এ ছায়াছবিতে অভিনয় করেছেন নাজয়েল পেরেজ বিসকায়ার্ত। ম্যারাডোনা, এ প্রামাণ্য চিত্রে দিয়োগো ফুটবল প্রতিভা ম্যারাডোনার কথা বলা হয়ছে। এ প্রামাণ্য ছায়াচিত্র পরিচালনা করেছেন আসিফ কাপাডিয়া। -গার্ডিয়ান
×