ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সানডে টাইমসের তালিকা প্রকাশ

হিন্দুজা ভ্রাতৃদ্বয় তৃতীয়বারের মতো ব্রিটেনের সেরা ধনী

প্রকাশিত: ১০:১৪, ১৩ মে ২০১৯

 হিন্দুজা ভ্রাতৃদ্বয় তৃতীয়বারের মতো ব্রিটেনের সেরা ধনী

ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয়বারের মতো নাম উঠল বিলিয়নেয়ার হিন্দুজা পরিবারের দুই ভাইয়ের। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে পত্রিকাটির ধনীর তালিকায় শীর্ষে ছিলেন এই দুই ভাই। সানডে টাইমসের ধনীর তালিকা থেকে এ তথ্য জানা গেছে। পত্রিকাটি জানায়, গত বছর শ্রীচাঁদ ও গোপীচাঁদ হিন্দুজার সম্পদ ১.৩৫৬ বিলিয়ন ডলার বেড়ে ২২ বিলিয়ন (দুই হাজার দুই শ’ কোটি) পাউন্ড হয়েছে। অপরদিকে রাসায়নিক ফার্মের প্রতিষ্ঠাতা স্যার জিম র‌্যাটক্লিফ এবার তালিকার তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গতবারের তালিকায় তিনি ছিলেন সবার ওপরে। আর প্রথমবারের মতো কোন কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তা হিসেবে তালিকায় নাম লেখালেন ভ্যালেরি মোরান। ভারতের মুম্বাইয়ে ১৯১৪ সালে পারিবারিক ব্যবসা হিসেবে হিন্দুজা গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সারাবিশ্বে তেল, গ্যাস, আইটি ও ভূমিসহ নানা ধরনের ব্যবসা রয়েছে হিন্দুজা গ্রুপের। চার ভাইয়ের মধ্যে ব্রিটিশ নাগরিক শ্রী (৮৩) ও গোপী (৭৯) পুরো ব্যবসা দেখাশোনা করেন। তাদের সম্পত্তির মধ্যে রয়েছে হোয়াইটহলের ওল্ড ওয়্যার অফিস। এটিকে বিলাসবহুল হোটেল হিসেবে চালুর চিন্তা করছে তারা। ব্রিটেনের এক হাজার ধনাঢ্য ব্যক্তির জমি, সম্পত্তি ও অন্যান্য সম্পদ যেমন শিল্পকর্ম, কোম্পানির শেয়ার বিবেচনা করে এই তালিকা করা হয়েছে। ব্যাংক এ্যাকাউন্টে অর্থ গচ্ছিত রয়েছে এমন লোকদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড ও সিমন রেবেন ভ্রাতৃদ্বয় তালিকার দ্বিতীয় অবস্থানটি দখল করেছেন। কার্পেট, জমিজমা ও স্ক্র্যাপ ধাতুর ব্যবসা থেকে তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৬৬ বিলিয়ন (এক হাজার ৮৬৬ কোটি) পাউন্ড। অন্যদিকে ইনিয়স কেমিক্যাল ফার্মের প্রতিষ্ঠাতা গতবারের তালিকার শীর্ষ ধনী স্যার জিম র‌্যাটক্লিফের সম্পদ গত বছর কমেছে ২.৯ বিলিয়ন (২৯০ কোটি) পাউন্ড। ব্রেক্সিটের প্রচারকারী স্থপতি স্যার জেমস ডাইসন তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন। গত বছর তিনি ছিলেন তালিকার দ্বাদশ স্থানে। তিনি ঘোষণা করেছেন, তিনি তার কোম্পানির সদর দফতর সিঙ্গাপুরে স্থানান্তর করবেন। জিম্বাবুইয়ের বংশোদ্ভূত ভ্যালেরি মোরান প্রথম কৃষ্ণাঙ্গ উদ্যোক্তা হিসেবে যৌথভাবে তার স্বামী নোয়েলের সঙ্গে তালিকার ৯৭০তম স্থান দখল করেছেন। এ দম্পতির সম্পদের আনুমানিক মূল্য ১২২ মিলিয়ন (১২ কোটি ২০ লাখ) পাউন্ড। রাউজিং পরিবারের কার্সটেন রাউজিং তালিকার সবচেয়ে শীর্ষ ধনাঢ্য নারী। তিনি তার ভাই জর্ন রাউজিংয়ের সঙ্গে যৌথভাবে তালিকার ষষ্ঠস্থানে রয়েছেন। তাদের সম্পদের পরিমাণ ১২.২৫ বিলিয়ন (এক হাজার ২৫৬ কোটি) পাউন্ড। অন্যদিকে স্যার ফিলিপ গ্রিন ও তার স্ত্রী টিনা তালিকায় ১৫৬তম অবস্থানে রয়েছেন। গত বছরের চেয়ে ৬৬ ধাপ পিছিয়েছেন তারা। এ বছরের তালিকা প্রস্তুতকারী রবার্ট ওয়াটস বলেন, তালিকা দেখে মনে হচ্ছে অতি ধনীদের জন্য বছরটি ছিল চমৎকার। রেকর্ড সম্পদসহ, আরও কোটিপতি এবং তালিকায় প্রবেশে ১২০ মিলিয়ন (১২ কোটি) পাউন্ড বেড়েছে। তবে ওয়েস্টমিনস্টারে রাজনৈতিক অচলাবস্থা ও স্টক মার্কেটের খারাপ অবস্থার পর অনেক ধনী বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। একটানা ছয় বছর স্কটল্যান্ডের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছেন গ্লেন গর্ডন ও তার পরিবার। আর কার্ডিফে জন্ম নেয়া ব্যবসায়ী স্যার মাইকেল মরিটস ৩ কোটি পাউন্ডের সম্পদ নিয়ে ওয়েলসের শীর্ষ ধনী হিসেবে খেতাব অক্ষুণœ রেখেছেন। ৩০ বছর বা এর কম বয়সী স্পোর্টস তারকা ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের গলফার রোরি ম্যাকইলরয়। -বিবিসি
×