ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিউজ করে লাভ নেই ॥ ১০% দিয়া কাজ শুরু করেছি

প্রকাশিত: ০৯:০৯, ১১ মে ২০১৯

 নিউজ করে লাভ নেই ॥ ১০% দিয়া কাজ  শুরু করেছি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে ২ ও ৩নং ওয়ার্ডের চরআইচা এলাকায় ২০১৮ ও ২০১৯ অর্থবছরের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, নিউজ করলে কি হবে, যে পরিদর্শনে আসবে তাকে (পিআইও) এ কাজের জন্য আগেই ১০% দিয়া কাজ শুরু করেছি। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই ঠিকাদার আপনাদের সঙ্গে যোগাযোগ করবে নিউজ করার দরকার নাই। জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে গত এপ্রিল মাসে ২০ লাখ টাকা ব্যয়ে ওই ব্রিজ নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাতুল এন্টারপ্রাইজ ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুরুতেই ঠিকাদারের লোকজন নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছেন। তাদের বাধা প্রদান করা সত্ত্বেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারের শ্রমিকরা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
×