ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কংগ্রেসে আবেদন পেশ

ট্রাম্পের অভিশংসন চায় এক কোটি মার্কিন নাগরিক

প্রকাশিত: ০৮:৫৭, ১১ মে ২০১৯

ট্রাম্পের অভিশংসন চায় এক কোটি মার্কিন নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়ে এক কোটি লোকের স্বাক্ষর সংবলিত আবেদন কংগ্রেসে পেশ করা হয়েছে। বৃহস্পতিবার ক্যাপিটল বিল্ডিংয়ে এসব বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের দু’জন সদস্য। তারা ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কংগ্রেস সদস্য আল গ্রিন ও প্রথমবারের মতো নির্বাচিত নারী কংগ্রেস সদস্য রাশিদা তালেব এসব কর্মীর সঙ্গে যোগ দেন। প্রগতিশীল কংগ্রেস সদস্য আল গ্রিন বলেন, ‘আজ আমাদের হাতে এক কোটি কারণ রয়েছে।’ স্বাক্ষরের কাগজপত্র বোঝাই বহু কার্ডবোর্ড বক্স, মুভঅন ও উইমেন্স মার্চসহ কয়েকটি গ্রুপের আবেদনপত্র তালেবের কাছে পৌঁছানো হয়েছে। তিনি একটি বিল উত্থাপন করেছেন যেটা ট্রাম্প অভিশংসনের মতো অপরাধ করেছেন কি না, সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরুর বিষয়ে হাউস জুডিসিয়ারিকে নির্দেশনা দেবে। তিনি বলেন, ‘এই সময়ের পরিপ্রেক্ষিতে, দেশের সত্যিকারের অন্ধকার সময়ে, এটা আমার কাছে আলোকবর্তিকা।’ গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে সম্প্রতি প্রকাশিত বিশেষ কৌঁসুলী রবার্ট মুয়েলারের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি মুক্ত বলে দাবি করেছেন। কিন্তু ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ কিছু ডেমোক্র্যাট যুক্তি দেখান যে, ওই নথিতে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ আছে, যেখানে প্রেসিডেন্ট বিচার প্রক্রিয়ায় বাধা দিয়ে থাকতে পারেন। সিনেটর এলিজাবেথ ওয়ারেনও ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন। হাউস স্পীকার ন্যান্সি পেলোসিসহ অন্য সিনিয়র ডেমোক্র্যাটরা এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছেন। তারা বলেন, এই পদক্ষেপ ৩২ কোটি ৫০ লাখ জনসংখ্যার এই দেশে চরম বিভাজন সৃষ্টি করতে পারে। তারা সতর্কতা উচ্চারণ করে বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এটা রাজনৈতিকভাবে হিতে বিপরীত হতে পারে। কিন্তু এই পদক্ষেপকে সাংবিধানিক প্রয়োজনীয়তা বলে অভিহিত করেন গ্রিন। তিনি বলেন, ‘সাংবিধানিক সঙ্কট রয়েছে-এটা বলা যাবে না। তাহলে কিছুই করা যাবে না।’ এই মন্তব্যকে সরাসরি স্পীকার পেলোসির প্রতি চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে। কারণ বৃহস্পতিবার পেলোসি বলেছিলেন, ট্রাম্পের কাজকর্ম নিয়ে কংগ্রেসের তদন্তের বিষয়ে তার অস্বীকৃতি দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। পেলোসি বলেন, ‘ট্রাম্প ও তার প্রশাসনের শপথ অমান্যের বিষয়টি সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করেছে। তবুও তিনি ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে সরানোর পদক্ষেপের বিপক্ষে।-এএফপি
×