ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যাডেট কলেজের ৬৩৬ জন পেয়েছে জিপিএ-৫

প্রকাশিত: ১১:২৪, ৭ মে ২০১৯

 ক্যাডেট কলেজের ৬৩৬ জন পেয়েছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষায় ১২ ক্যাডেট কলেজের ৬৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ এবং ৯৯.৫৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারও বরাবরের মতো ভাল ফল করেছে। এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫৫ জন, মির্জাপুর ক্যাডেট কলেজেও ৫৫ জন, রাজশাহী ক্যাডেট কলেজ ৪৫ জন, সিলেট ক্যাডেট কলেজ ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজে ৫৬ জন, বরিশাল ক্যাডেট কলেজে ৫২ জন, পাবনা ক্যাডেট কলেজে ৫৫ জন, কুমিল্লা ক্যাডেট কলেজ ৫১ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫৯ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। তবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জনের ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।
×