ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজেপির মতো হিংসাত্মক দল ভারতে নেই ॥ মমতা

প্রকাশিত: ০৮:১৩, ৬ মে ২০১৯

 বিজেপির মতো  হিংসাত্মক দল ভারতে  নেই ॥ মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বিজেপির মতো হিংসাত্মক আর বিভেদসৃষ্টিকারী দল ভারতে আর একটিও নেই। রবিবার জঙ্গলমহলের কেশিয়ারি এলাকায় এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপি শিবিরকে নানাভাবে আক্রমণ করেন মমতা। পাশাপাশি রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। কেশিয়ারির সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, বিজেপি আসলে কোন রাজনৈতিক দল নয়। ওরা দাঙ্গা করতেই ব্যস্ত। শুধু তাই নয়, তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপির মতো হিংসাত্মক, বিভেদকামী দল আর নেই। মাওবাদী প্রসঙ্গে মমতা বলেন, এক সময় বাংলার জঙ্গলমহলে মূল সমস্যা ছিল মাওবাদীদের নিয়ে। আমরা মাওবাদী সমস্যার সমাধান করেছি। আর বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে মাওবাদী দমনের নামে সাধারণ মানুষকে অত্যাচার করছে। ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণের আগের দিন বিজেপি ও সিপিএমের কয়েকশ’ নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। -আনন্দবাজার ও জি-নিউজ
×