ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮শ’ বছরের পুরনো ব্রোচ

প্রকাশিত: ০৮:১২, ৬ মে ২০১৯

 ৮শ’ বছরের পুরনো ব্রোচ

ব্রিটেনের নরফোকে আট শ’ বছর আগের কয়েকটি ব্রোচ পাওয়া গেছে। রুপার তৈরি এসব ব্রোচ ওই সময় নারীরা তাদের কাপড় আটকে রাখার জন্য ব্যবহার করত। ব্রোচগুলোতে সিংহ ও গোলাপী পাথর বসানো রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, ব্রোচগুলো ১২শ’ থেকে ১৩শ’ সালের। নরফোকের ওয়াইমন্ডহ্যাম অঞ্চলের মাটির নিচে এগুলো পাওয়া যায়। ব্রোচগুলো কিনতে নরফোকের জাতীয় যাদুঘর আগ্রহ দেখিয়েছে। -বিবিসি
×