ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

প্রকাশিত: ১১:৫২, ৫ মে ২০১৯

 তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের ডিফেন্ডার সিলভাকে ফাউল করে লালকার্ড দেখেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। সেই ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। শুক্রবার এই শাস্তি ঘোষণা করে ফরাসী ফুটবল ফেডারেশন। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে ভিএআরের সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে রেফারিকে গালাগালি করেছিলেন ক্লাবটির সেরা তারকা নেইমার। সে জন্য তিন ম্যাচে নিষিদ্ধ হন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমার অবশ্য সেখানেই থামেননি। ফ্রেঞ্চ কাপের ফাইনালে এমবাপের লালকার্ড পাওয়ার ম্যাচে রেনের কাছে হারের পর প্রতিপক্ষের এক সমর্থককে ঘুষি মেরেও সমালোচনার কবলে পড়েন নেইমার। সে জন্যও নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে ফরাসী ফুটবল ফেডারেশন। দোষী প্রমাণিত হলে সেখানেও তিন থেকে আট ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন নেইমার।
×