ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র সঙ্কট সমাধানে সবকিছু করছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ১১:৪৮, ৩ মে ২০১৯

যুক্তরাষ্ট্র সঙ্কট সমাধানে সবকিছু করছে ॥ ট্রাম্প

ভেনিজুয়েলার সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র চূড়ান্ত পর্যায়ে সম্ভব সবকিছু করছে বলে ট্রাম্প দাবি করেছেন। কারাকাসে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর ট্রাম্প এ মন্তব্য করলেন। গার্ডিয়ান। হাজার হাজার বিক্ষোভকারী বুধবার ভেনিজুয়েলার রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। তরুণ বিরোধী নেতা হুয়ান গুয়েইদো মঙ্গলবার সকালে বিদ্রোহের চেষ্টা চালানোর জন্য কারাকাসে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের মাদুরোর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ তীব্রতর করতে হবে। গুয়েইদো ঘোষণা করেছেন, যতদিন না আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি ততদিন পর্যন্ত বিক্ষোভ চলবে। তারা ভেবেছিল তারা গতকাল আমাদের প্রতিবাদ স্তব্ধ করে দেবে। তারপরও তারা ব্যর্থ হয়েছে। ভেনিজুয়েলা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। ফক্স নিউজকে দেয়া দশ মিনিটের এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে গুয়েইদোর যুদ্ধকে সমর্থন করার পক্ষে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাদুরোকে ঝানু খেলোয়াড় বলে অভিহিত করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা যা করতে পারি তা করছি। আপনি জানেন চূড়ান্ত। এমন লোক আছে যারা আমাদের চূড়ান্তভাবে কিছু করতে সহায়তা করতে চায়। বিকল্প সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আচ্ছা, তাদের মধ্যে কেউ কেউ আছেন তাদের নাম উল্লেখ করতে চাই না। কেননা, তারা খুব শক্তিশালী ব্যক্তি। এটি একটি অবিশ্বাস্য বিক্ষোভ... জায়গাটি খুবই খারাপ ও বিপজ্জনক... তাই কিছু একটা ঘটতে যাচ্ছে। আগামী সপ্তাহে অনেক কিছু ঘটবে। এখনকার চেয়েও দ্রুত। আমরা দেখব কি ঘটে। এর আগে মাদুরোবিরোধী বিক্ষোভকারীরা আবারও ভেনিজুয়েলার শহর ও শহরগুলোর রাস্তাজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছেন। বিউটি সেলুনের মালিক কোরোমোট্রো মেন্দেজ (৫০) বিক্ষোভে যোগ দেয়ার পর বলেন, আমি এই বছরের আগের বিক্ষোভগুলোতে যোগ দেইনি। আমি এখন বিক্ষোভে অংশ নিচ্ছি। কেননা, আমি নিশ্চিত যে আমরা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে পারব।
×