ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কিশোরদের জিততে দরকার ৩৭ রান

প্রকাশিত: ১২:২৬, ১ মে ২০১৯

বাংলাদেশের কিশোরদের জিততে দরকার  ৩৭ রান

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী পাকিস্তান অনুর্ধ-১৬ ক্রিকেট দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে জয়ের পথে রয়েছে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৬ ক্রিকেট দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শেষে ৩ উইকেটে ৮৩ রান তুলেছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে। সাকিব শাহরিয়ার ৪৬ রানে ব্যাট করছেন। আজ তৃতীয়দিনে জেতার জন্য আর মাত্র ৩৭ রান দরকার স্বাগতিক কিশোরদের। প্রথমদিন মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গিয়েছিল পাক কিশোরদের প্রথম ইনিংস। জবাবে দিনশেষে ৫ উইকেটে ১১৯ রান তুলেছিল বাংলাদেশের কিশোররা। কিন্তু মঙ্গলবার দ্বিতীয়দিনে শেষ পর্যন্ত ১৩৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। সাকিব সর্বোচ্চ ৪৩ ও অধিনায়ক রিহাদ খান ২৩ রান করেন। খালিদ খান ৩৩ রানে ৫টি ও আহমদ খান ৩৮ রানে ৩টি উইকেট নেন। ৯ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে সফরকারী পাকিস্তান স্বাগতিকদের বোলিং দাপটে মাত্র ১১০ রানেই মুখ থুবড়ে পড়ে। ওপেনার সামির সাকিব সর্বোচ্চ ৪৮ রান করেন। আশিকুর রহমান ২১ রানে ও মাহফুজুর রহমান রাব্বি ৩৮ রানে ৪টি করে উইকেট দখল করেন। ১২০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের কিশোররা। তবে ওয়ান ডাউনে নেমে সাকিব ৭৩ বলে ৮ চারে ৪৬ রানে অপরাজিত থাকায় আর বিপদ হয়নি। দিনশেষে ৩ উইকেটে ৮৩ রান তুলে জয় থেকে আর মাত্র ৩৭ রান দূরে স্বাগতিকরা। সাকিবের সঙ্গে আইচ মোল্লাহ ১১ রান নিয়ে ব্যাট করছেন।
×