ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচন

চতুর্থ ধাপে মামলাধারী, কোটিপতি ও নারী প্রার্থীদের লড়াই

প্রকাশিত: ১১:২৪, ১ মে ২০১৯

চতুর্থ ধাপে মামলাধারী,  কোটিপতি ও নারী  প্রার্থীদের লড়াই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের জাতীয় নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে সোমবার। এই দফায় প্রায় ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানায় নির্বাচন কমিশন। এদিন পশ্চিমবঙ্গে বিশেষ করে আসানসোলের জেমুয়া রণক্ষেত্রে পরিণত হয়েছিল। লোকাসভা নির্বাচনের এ পর্বের প্রার্থীদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ফৌজদারি মামলা আছে। এছাড়াও সবচেয়ে বেশি কোটিপতি ও সবচেয়ে বেশি নারী প্রার্থীও এ পর্বের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রাফাল বিমান ক্রয়কে কেন্দ্র করে মোদিকে লক্ষ্য করে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য শেষ পর্যন্ত সুপ্রীমকোর্টে ক্ষমা চাইবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। খবর এনডিটিভি ও জি নিউজের। ভোট শুরু হওয়ার আগেই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিপেটা করে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ভোটগ্রহণ শুরু হয়। আসানসোল আসনে তৃণমূল কংগ্রেস থেকে মুনমুন সেন এবং বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংঘর্ষের খবর পেয়ে বারাবনি বুথে প্রবেশের সময় বাবুল সুপ্রিয়র গাড়ি ভাংচুর করা হয়। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে তর্ক করার অভিযোগে তার বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে। তবে সংঘর্ষ হলেও পশ্চিমবঙ্গের আটটি আসনে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে। সোমবার নয়টি রাজ্যে মোট ৭২ আসনে ভোট গ্রহণ হয়, ভোটার ছিল ১২ কোটির বেশি। এর মধ্যে মহারাষ্ট্রের ১৭ আসনে ১৩টি করে, রাজস্থান ও উত্তর প্রদেশের, পশ্চিম বঙ্গের আটটি আসনে, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে আসনে, বিহারের পাঁচটি, ঝাড়খ-ের তিনটি এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ আসনের একটি অংশে ভোট হয়েছে। চতুর্থ দফার এ পর্বে ভারতের হিন্দীভাষী কেন্দ্রীয় অঞ্চলেই সবচেয়ে বেশি আসনে ভোট হয়। এই অঞ্চলে বড় জয় পেয়েই ২০১৪ নির্বাচনে বাজিমাত করেছিল বিজেপি। সেবার এই ৭২ আসনের মধ্যে ৫৬টিতে জয় পেয়েছিল ভারতের ক্ষমতাসীন দলটি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ডিসেম্বরে অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে রাজস্থান ও মধ্যপ্রদেশে জয় পেয়েছিল কংগ্রেস। তাই বিজেপির জন্য এ পর্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্বে ভারতের অর্থনৈতিক রাজধানী, ধনকুবের ও তারকাদের শহর মুম্বাইয়ে ভোট হয়েছে। এখানে কংগ্রেস ও তাদের মিত্র শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনপিসি) ছয়টি আসন বিজেপি-শিবসেনা জোটের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় আছে। আগের বার এ ছয়টি আসনের তিনটিতে সেনা ও তিনটিতে বিজেপি জিতেছিল।
×