ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গোয়েন্দা তিমি

প্রকাশিত: ০৯:৩৩, ১ মে ২০১৯

গোয়েন্দা তিমি

নরওয়ের আর্কটিক উপকূলে একটি রুশ গোয়েন্দা তিমির খোঁজ মিলেছে। বেলগু প্রজাতির এই শ্বেত তিমির শরীরে ক্যামেরা ও গলায় রাশিয়ান বেল্ট ছিল। নরওয়ের এক বিশেষজ্ঞ বলেন, তিমিটি সম্ভবত রুশ নৌ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। একজন জেলে মাছ ধরার সময় তিমিটি হঠাৎ পানির ওপর ভেসে ওঠে। এরপর ওই জেলে এটির গলায় থাকা বেল্টটি খুলে নিতে সক্ষম হন। আর্কটিক অঞ্চলে একটি রুশ নৌঘাঁটি রয়েছে। ওই বেল্টের সঙ্গে একটি ছোট্ট ক্যামেরা ও এটিতে সেন্টপিটার্সবার্গের নাম লেখা রয়েছে।-বিবিসি
×