ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলার চিত্রকর্ম সরানোয় বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৩, ১ মে ২০১৯

কলার চিত্রকর্ম সরানোয় বিক্ষোভ

পোলান্ডের জাতীয় চিত্রশালা থেকে কলার একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে লাখ লাখ লোক। নাতালিয়া এলএল নামের এক প্রখ্যাত চিত্রশিল্পী ১৯৭৩ সালে ছবিটি আঁকেন। কনজুমার আর্ট নামের এই ছবিতে একজন নারীর নানা ভঙ্গিতে কলা খাওয়ার দৃশ্য ফুটে উঠেছে। ওয়ারশর জাতীয় জাদুঘরের নয়া প্রধান জের্জি মিজিওলেক গত সপ্তাহে ছবিটি সরিয়ে আলোচনার জন্ম দেন। সোমবার জাদুঘরের সামনে গণহারে কলা খেয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।-বিবিসি
×