ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েতির পায়ের ছাপ দেখার দাবি ভারতীয় সেনা পর্বতারোহীদের

প্রকাশিত: ০৯:৩৩, ১ মে ২০১৯

ইয়েতির পায়ের ছাপ  দেখার দাবি ভারতীয়  সেনা পর্বতারোহীদের

নেপাল অভিযাত্রায় পর্বতের তুষারে রহস্যময় বড় পায়ের ছাপ দেখতে পেয়ে সেটিকে তুষার মানব ইয়েতির পদচিহ্ন বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনীর একদল পর্বতারোহী। মঙ্গলবার ছবিসহ এক টুইটে তারা ৯ এপ্রিল মাউন্ট মাকালু ক্যাম্পের কাছে ৩২ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি পায়ের ছাপ দেখতে পাওয়ার দাবি করেছেন বলে জানিয়েছে ‘প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনীর একদল পর্বতারোহী পৌরাণিক দানব ‘ইয়েতির’ রহস্যময় পায়ের ছাপ দেখতে পেয়েছে,’ টুইটারে এমনটা বললেও পৌরাণিক দানব কী করে পদচিহ্ন রেখে যেতে পারে তার বিস্তারিত জানাননি তারা। বিজ্ঞান জগতে ‘মিথ’ হিসেবে বিবেচিত হলেও নেপালের লোক সংস্কৃতির অনেকাংশই ইয়েতির দখলে। হিমালয়ের তুষারাবৃত উঁচু এলাকায় এদের বাস বলে কথিত আছে। ইয়েতির খোঁজে গবেষকরা দুর্গম ওই উপত্যকাটি এরই মধ্যে চষে ফেলেছেন। -ওয়েবসাইট
×