ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৮:৪০, ২৯ এপ্রিল ২০১৯

বরিশালে স্কুলছাত্র খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের (১৫) বস্তাবন্দী লাশ সন্ধ্যা নদীর রমজানকাঠী থেকে রবিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিবেশী আশিক হাওলাদার (২০) নামের এক কিশোরসহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, নিহত স্কুলছাত্রের মাথা ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। নয়ন ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র ও একই উপজেলার বামরাইল অনাথ বন্ধু (এবি) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবা-মা চট্টগ্রাম শহরের একটি গার্মেন্টসে চাকরি করার সুবাধে নয়ন তার দাদা-দাদির সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। জানা গেছে, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তি নয়নকে বাড়ি থেকে কথা শোনার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে নয়ন নিখোঁজ ছিল। নিহতের দাদা আব্দুল খালেক জানান, ওইদিন গভীর রাতে চট্টগ্রামে অবস্থানরত নয়নের বাবা সোবহান হাওলাদারের মোবাইল ফোনে কল দিয়ে নয়নের মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। নয়নের বাবা সোবহান হাওলাদার জানান, মুক্তিপণের জন্য তাকে ফোন করা হলে তিনি দুর্বৃত্তদের টাকা দিবেন জানিয়ে বরিশালের উজিরপুর নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পরে সকালে বাড়িতে এসে জানতে পারেন তার ছেলের লাশ পাওয়া গেছে। পাবনায় প্রবাসী যুবক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, বেড়া উপজেলার আমিনপুরে নূরুজ্জামান ওরফে নুর জামান (২৮) নামের এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। রবিবার সকালে বাড়ির পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নূরুজ্জামান উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে। পরিবারের বরাত দিয়ে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, নূরুজ্জামান ৫/৭ বছর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সম্প্রতি সেই কোম্পানি কক্সবাজারে একটি কাজ পেলে ৬ মাস আগে সেখানে এসে কাজ করেন তিনি। দশদিন আগে গ্রামে এসে নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নুরুজ্জামান। শনিবার সন্ধ্যার পর খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। রবিবার সকালে বাড়ির পাশে চরকান্দি মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। মনিরামপুরে কৃষক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মণিরামপুরে সেচ পাম্পের (মোটর) মালিকানা নিয়ে বিরোধের জেরে বড়ভাই ও দুই ভাগ্নের হাতে যাদব সেন (৫৮) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত যাদব উপজেলার প্রতাপকাঠি তাড়ুয়াপাড়ার মৃত সুরেন সেনের ছেলে। রবিবার সকালে স্থানীয় ডুমুর বিলে এ ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হয়েছেন নিহতের অপর ভাই মাধব সেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ভগ্নিপতি গোপাল দাসকে আটক করেছে। আহত মাধব সেন জানান, তারা চার ভাই পৈত্রিকসূত্রে একটি সেচপাম্প পান। তাদের বড়ভাই অন্যত্র থাকেন। বাকি তিন ভাইয়ের মধ্যে আপোস না হওয়ায় মোটরের মালিকানা পেতে দুই বছর আগে তারা ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের পক্ষ থেকে তিন ভাইকে এক বছর করে মোটর চালানোর সিদ্ধান্ত দেয়া হয়। একপর্যায়ে পাম্পটি তাদের মেজভাই মদন সেনের দখলে যায়। সময় পার হলেও তিনি পাম্পের দখল ছাড়তে নারাজ ছিলেন। তিনি আরও বলেন, বোরো মৌসুম শেষ হওয়ায় রবিবার সকাল সাতটার দিকে ছোটভাই যাদব সেনকে সঙ্গে নিয়ে ডুমুর বিল হতে পাম্পটি খুলে আনতে যাই। ফেরার পথে মেজভাই মদন সেন, দুই ভাগ্নে সুভাষ দাস ও কানাই দাস অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই যাদব সেন মারা যান। চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর লাশ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর বাকলিয়ার একটি বাসা থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে পুলিশ মিনহাজুল করিম (১৯) নামের এ শিক্ষার্থীর দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মিনহাজ আনোয়ারা উপজেলার খানসামার রেজাউল করিমের পুত্র। তিনি ছিলেন কায়সার-নিলুফার কলেজের শিক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা ঘটনার কথা জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মিনহাজের বাবা খাতুনগঞ্জে ব্যবসা করতেন। লোকসান দিয়ে গত বছর তিনি শহর থেকে পরিবার নিয়ে চলে যান আনোয়ারার গ্রামের বাড়িতে। সিরাজগঞ্জে শ্রমিক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সলঙ্গায় একটি পুকুর থেকে রবিবার সকালে গোলাম মোস্তফা (৩০) নামে এক ইটভাঁটি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর এলাকায় তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত গোলাম মোস্তফা একই থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি তন্ময় ব্রিকসের ভেকু চালক ছিলেন। নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, দুইদিন ধরে গোলাম মোস্তফা নিখোঁজ ছিলেন। অনেক সন্ধান করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। সকালে তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুরে গোলাম মোস্তফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
×