ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

প্রকাশিত: ১২:২২, ২৫ এপ্রিল ২০১৯

পিছিয়ে গেল বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে গেল বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ছয় দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩ মে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন সেই ফাইনালটি অনুষ্ঠিত হবে ৪ মে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জনকণ্ঠকে জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪ মে অনুষ্ঠেয় ফাইনালে। সোহাগ আরও যোগ করেন, ফাইনাল একদিন পিছিয়ে গেছে বলে এ জন্য আমাদের কোন সমস্যা হবে না।
×