ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রকাশিত: ১১:৫৭, ২৪ এপ্রিল ২০১৯

কলাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ এপ্রিল ॥ উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজারের শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। সোমবার বিকেল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। মুদি-মনোহরি দোকানি জহিরুল ইসলামের ওপর স্থানীয় আফজাল হাওলাদারসহ তার সাঙ্গপাঙ্গদের হামলা, মারধর, ভাংচুর লুটপাটের প্রতিবাদে এবং আফজাল বাহিনীর সব সন্ত্রাসী গ্রেফতার ও শাস্তির দাবিতে দোকানিরা এ ধর্মঘটে নামে। অর্ধশতাধিক দোকানি এর প্রতিবাদে সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এসে জড়ো হন। দোকানিদের ধর্মঘটে স্থানীয়রা বিপাকে পড়েছেন। পুলিশ জানায়, অভিযুক্ত আফজাল হোসেনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তবে আফজালের দাবি তার বন্দোবস্ত পাওয়া জমিতে তোলা দোকানঘর ভাড়া দেন। বকেয়া টাকা চাইতে গেলে ঝগড়া হয়েছে। ধাক্কাধাক্কি হয়েছে। হামলার ঘটনা সাজানো। ইস্টার্ন ভার্সিটিতে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য জীবনাচার, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা- এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এর যেকোন একটির ব্যত্যয় ঘটলে জীবনের সৌন্দর্য অনেকখানি ম্লান হয়ে যায়। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। গত শনিবার সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। -বিজ্ঞপ্তি।
×