ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:১১, ২৩ এপ্রিল ২০১৯

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ এপ্রিল ॥ কমলনগরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগই উঠেছে স্বামী সালাহউদ্দিনের বিরুদ্ধে। নিহতের নাম শাহেনুর বেগম শাহীন। নিহতের পিতার নাম জাফর আহম্মদ। চট্টগ্রামের রাউজান থানাধীন সোনাগাজী গ্রামের জাফর আহম্মদের মেয়ে শাহীনুর বেগম শাহীন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে মারা যায় শাহীন। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলনকনের পাটোয়ারীহাট এলাকায় স্বামী সালাহউদ্দিনের বাড়ির কাছে সয়াবিন ক্ষেতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে রবিবার বিকেলে। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধ শাহেনুরকে উদ্ধার করে স্থানীয় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার আরও অবনতি ঘটে। সঙ্কটাপন্ন অবস্থা দেখে চিকিৎকের পরামর্শে পুলিশী সহায়তায় এদিন রাতেই ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয় শাহীনকে। কমলনগর থানার পুলিশ জানায়, কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকার আইয়ুব আলীর ছেলে সালাহউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রামের রাউজান এলাকার মেয়ে শাহেনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের টানে গত দেড় বছর আগে চট্টগ্রামে শাহেনুরকে বিয়ে করে সালাহউদ্দিন। এরপর একপর্যায়ে সালাহউদ্দিন চট্টগ্রাম থেকে পালিয়ে এসে নিজ এলাকায় কমলনগরে দ্বিতীয় বিয়ে করে। বহু খোঁজাখুঁজির পর রবিবার বিকেলে শাহেনুর স্বামী সালাহউদ্দিনের গ্রামের বাড়ি কমলনগরে এসে হাজির হয়ে স্ত্রীর স্বীকৃতি দাবি করে। বাগ্ বিত-ার একপর্যায়ে সালাহউদ্দিন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। এলাকাবাসী জানায়, এতে ক্ষিপ্ত হয়ে শাহেনুর স্বামীর বাড়ির পার্শ্ববর্তী সেকান্তর বাড়ির সামনের সয়াবিন ক্ষেতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধ শাহেনুরকে উদ্ধার করে। ঘটনার পরপরই সালাহউদ্দিন ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে অগ্নিদগ্ধ শাহেনুর বেগম শাহীন সাংবাদিকদের ক্যামেরার সামনে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ তোলেন, স্বামী সালাহউদ্দিনের বিরুদ্ধে। ঢাকা মেডিক্যালে পাঠানোর পর সোমবার দুপুরে শাহীন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন জানান, অগ্নিদগ্ধ শাহেনুরের শরীরের ৪০-৫০ ভাগ সম্পূর্ণ পুড়ে গেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন সদর হাসপাতালে যান। তিনি জানান, অগ্নিদগ্ধ শাহেনুরকে পুলিশী সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বিকেল ৪টার দিকে সেলফোনে কমলনগর থানায় যোগাযোগ করা হলে শাহীন মারা যাওয়ার খবরটি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহীন মারা যাওয়ার খবরটি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায় চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×