ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দশ বৈদ্যুতিক তারের গোডাউন সিলগালা

প্রকাশিত: ১২:১০, ১৭ এপ্রিল ২০১৯

দশ বৈদ্যুতিক তারের গোডাউন সিলগালা

স্টাফ রিপোর্টার ॥ নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি, মজুদ ও বাজারজাত করার দায়ে দশটি বৈদ্যুতিক তারের গোডাউন সিলগালাসহ ৩২ লাখ টাকা জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০’র একটি দল রাজধানীর পুরনো ঢাকার নবাবপুরে অভিযান চালায়। বিকেল পর্যন্ত চালানো অভিযানে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি, মজুদ ও বাজারজাত করার দায়ে দশটি বৈদ্যুতিক তারের গোডাউন সিলগালা করা হয়। আল-আমিনকে ছয় মাসের আর মইন উদ্দিন নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদ- দেয় আদালত। অন্য দশটি প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।
×