ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিদানের অধীনেও রুগ্ন রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১২:০১, ১৭ এপ্রিল ২০১৯

জিদানের অধীনেও রুগ্ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ তারকা কোচ জিনেদিন জিদান ডাগআউটে ফিরে এলেও স্বস্তি ফেরেনি রিয়াল মাদ্রিদে। হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কিছুতেই ব্যর্থতার বেড়াজাল থেকে বের হতে পারছে না। এই যেমন এক ম্যাচ পর আবারও স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে গ্যালাক্টিকোরা। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে প্রতিবেশী লেগানেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অতিথি রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে রিয়ালের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩। ৩২টি করে ম্যাচ শেষে তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৬১। ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপার অপেক্ষায় আছে বার্সা। আর ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। কোচ হিসেবে জিদানের দ্বিতীয় মেয়াদে রিয়াল এ পর্যন্ত তিনটি জয়, একটি পরাজয় ও একটিতে ড্র করেছে। বিরতির ঠিক আগে জোনাথন সিলভার গোলে লেগানেস এগিয়ে যায়। তবে ৫১ মিনিটে করিম বেনজেমার গোলে লজ্জার হার এড়ায় রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবার আর কোন শিরোপা জয়ের সুযোগ নেই রিয়ালের। তাদরে জন্য শেষভাগে ভাল করে মৌসুম শেষ করাটাই এখন লক্ষ্য। নতুন কোচ হিসেবে জিদানকে দায়িত্ব দেয়ার অর্থ হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থেকে আগামী মৌসুম শুরু করা। বিশেষ করে রেকর্ড টানা তিনবারের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো থেকে আয়াক্সের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয়াটা রিয়ালের জন্য বড় লজ্জার। লা লিগায়ও প্রথম থেকেই শিরোপা ছিল না তারা। এসব থেকে বেরিয়ে এসে নতুন ভাবে আগামী মৌসুমের জন্য দলকে প্রস্তুত করাই জিদানের সামনে বড় চ্যালেঞ্জ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিদানের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল খেলোয়াড়দের ভবিষ্যত নিয়ে। আসন্ন গ্রীষ্ম মৌসুমের দল বদলে বড় কোন তারকাকে দলে নেয়া হবে কিনা এই প্রশ্নই সকলের মনে উঁকি দিচ্ছে। আর এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন জিদান নিজেই। এবারের মৌসুমে অন্যতম ধারাবাহিক পারফর্মেন্স দেখিয়েছেন বেনজেমা। যে কারণে জিদানও ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এই স্ট্রাইকার অবশ্যই দলে থাকছেন। তবে তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো বেঞ্চে থাকা গ্যারেথ বেলের ভবিষ্যত নিয়ে শঙ্কা রয়েই গেছে। চলমান মৌসুমে শুধু বেনেজামাই রিয়ালের হয়ে আলো ছড়িয়ে চলেছেন। তাছাড়া অন্য সবার পারফর্মেন্স নি¤œমুখী। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে এবার এখন পর্যন্ত ২৭ গোল করেছেন বেনজেমা। এর মধ্যে লা লিগাতেই ১৮ গোল। রিয়ালের সর্বশেষ পাঁচ গোলেই বেনজেমার অবদান আছে। আগামী ৬ ম্যাচে ৬ গোল করলেই রিয়ালের হয়ে ক্যারিয়ার সেরা পারফর্মেন্স হয়ে যাবে ফরাসী তারকার। কিন্তু দলের অন্যরা রিয়ালের হয়ে সবচেয়ে বাজে মৌসুম কাটাচ্ছেন। জিনেদিন জিদান অকপটে সেটা স্বীকার করেছেন বিষয়টি। তিনি বলেন, প্রথমার্ধে যা দেখেছি, ভাল লাগেনি। দ্বিতীয়ার্ধ অনেক ভাল ছিল। আমরা এর চেয়ে অনেক ভাল করতে পারি। মৌসুম শেষে অনেক রদ বদলের আভাসও মিলেছে তার কথায়। কিন্তু জিদানের দাবি এ দলের পক্ষেই সম্ভব ভাল কিছু করা। এ প্রসঙ্গে বিশ্বকাপজয়ী জিদান বলেন, আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যে খেলোয়াড় আছে, তাতে আরও ভাল খেলা উচিত। যত বাজে মৌসুমই হোক, আমাদের আরও চেষ্টা করতে হবে। লীগে এখনও ছয় ম্যাচ বাকি আছে। আমাদের সেগুলোতেও চেষ্টা করতে হবে ভাল করার। তবে তিনি স্বীকার করেছেন খেলোয়াড়দের আত্মবিশ্বাসের অভাব আছে, ‘এই ম্যাচের পর মনে হয়েছে আমাদের আত্মবিশ্বাসের অভাব আছে। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল।’
×