ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এই সময়ে শেলী জামান খান

প্রকাশিত: ০৯:২৯, ১৬ এপ্রিল ২০১৯

এই সময়ে শেলী জামান খান

সংস্কৃতি ডেস্ক ॥ শেলী জামান খান। জন্ম ঢাকায়। শৈশব কেটেছে ব্যাংকার বাবার সঙ্গে মফস্বল শহরে ঘুরে ঘুরে। পরবর্তীতে আবার ঢাকায়। ইন্টারমিডিয়েট ইডেন কলেজ। স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে উত্তর আমেরিকা ‘প্রথম আলো’র সঙ্গে নিয়মিত লেখালেখি ও রিপোর্টিং করছেন। এছাড়াও তিনি নিউইয়র্কের বোর্ড অব ইলেকশনের একজন অনকল ইন্টারপ্রেটার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। পারিবারিক জীবনে লেখকের দুই ছেলে সুমিত, অমিত এবং জীবনসাথী নুরুল আলমকে নিয়ে নিউইয়র্কে বাস করেন। শেলী জামান খানের প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি। এর মধ্যে উপন্যাস ‘আমি কাদম্বরী’, ‘এক মোহনার জীবন’ ও ‘বুকের গহীনে কীর্তনখোলা’। গল্প সঙ্কলন ‘চিলেকোঠার চড়ুই পাখী’। লেখালেখিই এখন তার অবসরের একমাত্র আনন্দ। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে সপরিবারে বসবাস করছেন। ২০১৮ একুশে বইমেলায় প্রকাশ হয় প্রথম উপন্যাস ‘আমি কাদম্বরী’। গবেষণাধর্মী উপন্যাসটি রবীন্দ্রপ্রেমীদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। ‘আমি কাদম্বরী’ উপন্যাসে ফুটে উঠেছে আঠারো-উনিশ শতকের কলকাতার সামাজিক চিত্র, নারীদের অবস্থান, সাহিত্যচর্চার নানা দিক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বহির্মহল ও অন্দরমহলের মানুষগুলো এবং তাদের জীবনযাপনের সঙ্গে পরিচিত হওয়া যায়। আটটি গল্প নিয়ে ২০১৮ সালে একুশে বইমেলায় প্রকাশ হয় গল্প সঙ্কলন ‘চিলেকোঠার চড়ুই পাখি’। ২০১৯ সালের একুশে বইমেলায় নতুন উপন্যাস ‘বুকের গহীনে কীর্তনখোলা’ ও ‘এক মোহনার জীবন’ প্রকাশ। ‘বুকের গহীনে কীর্তনখোলা’ একটি স্মৃতিচারণমূলক উপন্যাস। ‘এক মোহনার জীবন’ উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদী জনগোষ্ঠীর ওপর নেমে আসা লোমহর্ষক ঘটনা লেখক গভীর মমতা ও প্রগাঢ় সহানুভূতিতে যুদ্ধের ভয়াবহতা আর স্বেরাচারী হিটলারের নিষ্ঠুরতার করুণ চিত্রকে তুলে ধরেছেন। ‘বুকের গহীনে কীর্তনখোলা’ উপন্যাসটি তার বাবাকে উৎসর্গ করেছেন। আগামী বইমেলাতে নতুন বই আসবে বলে জানিয়েছেন তিনি। শুদ্ধ সঙ্গীত, সাহিত্য ও শিল্পচর্চার পৃষ্ঠপোষকতার অভিপ্রায়ে বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘শুদ্ধমঞ্চ’ সম্প্রতি লেখক শেলীকে তাদের অনুষ্ঠানে সন্মাননা প্রদান করে। এছাড়াও বাংলাদেশ-ভারত-প্রবাসবাংলার সাহিত্যপ্রধান সামাজিক সংগঠন ‘তিনবাংলা’র পক্ষ থেকেও প্রবাসী এই লেখককে ‘কবি-সংস্কৃতিসেবী লুৎফন্নেসা আব্বাস সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ২০১৯ পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত তীর্থভূমি শান্তিনিকেতনে অনুষ্ঠিত বিশ্বসভায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত সম্মেলনে শেলী জামান অংশগ্রহণ করেন।
×