ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু সোমবার

প্রকাশিত: ১০:৩৬, ১৪ এপ্রিল ২০১৯

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু সোমবার

মিথুন আশরাফ ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের লীগপর্ব শেষ। সোমবার শুরূ হবে সুপার লীগ। ছয় দল সুপার লীগে খেলতে নামবে। সোমবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মুখোমুখি হবে। একইদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লড়াই করবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরস্পরের বিরুদ্ধে খেলবে। বৃহস্পতিবার শেষ হয় লীগপর্ব। মাঝখানে তিনদিন বিরতি দেয়া হয়। পহেলা বৈশাখ যেহেতু রবিবার। বাঙালীর উৎসবের দিনে ক্রিকেটাররাও যেন পরিবারের সঙ্গে থাকতে পারেন সেই চিন্তা করা হয়েছে। সুপার লীগে প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলবে। সকাল নয়টায় ম্যাচগুলো শুরু হবে। একদিন রিজার্ভ ডে’ও রাখা হয়েছে। যেদিন ম্যাচ হবে পরের দিন বিরতি থাকবে। রিজার্ভ ডে থাকবে। লীগপর্ব শেষে দলীয়ভাবে লিজেন্ডস অব রূপগঞ্জ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সুপার লীগে এখন শিরোপা জয়ের মিশনও চলবে। সুপার লীগ শেষে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া থাকবে শিরোপা তাদের হাতেই ধরা দেবে। প্রতিটি দল লীগপর্বে ১১টি করে ম্যাচ খেলেছে। সুপার লীগে খেলবে রূপগঞ্জ (১০ ম্যাচ জয়ে ২০ পয়েন্ট), আবাহনী লিমিটেড (৮ ম্যাচ জয়ে ১৬ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (৮ ম্যাচ জয়ে ১৬ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (৭ ম্যাচ জয়ে ১৪ পয়েন্ট), মোহামেডান স্পোর্টিং ক্লাব (৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট) ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব (৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট)। এই ছয় দল লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা ছয়ে ছিল। তাই তারা সুপার লীগ খেলবে। লীগে খেলেছে মোট ১২টি দল। নিয়ম অনুযায়ী লীগপর্ব শেষে পয়েন্ট তালিকায় সেরা ছয় দল খেলবে সুপার লীগে। পরের তিনদল আগামী মৌসুমে লীগ খেলার জন্য যোগ্যতা অর্জন করে রাখবে। সেই তিনটি দল হচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব (১১ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০ পয়েন্ট) ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি (৬ পয়েন্ট)। পয়েন্ট তালিকার নিচে থাকা তিনটি দল খেলবে রেলিগেশন লীগ। রেলিগেশন লীগ শুরু হবে মঙ্গলবার। খেলাঘরের সমান ৬ পয়েন্ট নিয়েও ব্রাদার্স ইউনিয়নকে রেলিগেশন লীগ খেলতে হবে। কারণ লীগপর্বের ‘হেড টু হেডে’ যে ব্রাদার্স পিছিয়ে ছিল। ব্রাদার্সের সঙ্গে বিকেএসপি (৫ পয়েন্ট) ও উত্তরা স্পোর্টিং ক্লাবও (৪ পয়েন্ট) রেলিগেশন লীগ খেলবে। রেলিগেশন লীগে যে দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে সেই দল আগামী মৌসুমে লীগ খেলার যোগ্যতা অর্জন করে রাখবে। বাকি দুই দল প্রথম বিভাগে নেমে যাবে। সুপার লীগ থেকে শুরু হবে দলগুলোর শিরোপা জয়ের মিশন। এই মিশনে এগিয়ে থাকছে রূপগঞ্জ। দলটি সুবিধাজনক স্থানে আছে। চারটি ম্যাচ জিততে পারলেই শিরোপা ঘরে তুলবে। তবে রূপগঞ্জের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী ও প্রাইম ব্যাংক। প্রাইম দোলেশ্বর, মোহামেডান ও শেখ জামালের শিরোপা জেতা কঠিন। রূপগঞ্জ সুপার লীগে যত বেশি ম্যাচ জিতবে দোলেশ্বর, মোহামেডান ও শেখ জামালের শিরোপা স্বপ্ন তত দ্রুত শেষ হবে। রূপগঞ্জ ২ ম্যাচ জিতলেই মোহামেডান ও শেখ জামালের শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন মোহামেডান ও শেখ জামাল টানা ৫ ম্যাচ জিতলেও শিরোপা পাবে না। রূপগঞ্জ দুই ম্যাচ জিতলেই যে হয়ে যাবে ২৪ পয়েন্ট। মোহামেডান ও শেখ জামাল ৫ ম্যাচ জিতলেও হবে ২২ পয়েন্ট। রূপগঞ্জ তিন ম্যাচ জিতলে আবার দোলেশ্বরেরও শিরোপা স্বপ্ন শেষ হবে। তবে আবাহনী ও প্রাইম ব্যাংক এখন রূপগঞ্জের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। শিরোপা জেতার ক্ষেত্রে আবাহনী ও প্রাইম ব্যাংকই রূপগঞ্জকে ঠেকাতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এবারের আসরের শিরোপা কোন দল জিতে। সোমবার থেকেই শিরোপা জেতার সেই মিশনে নেমে পড়বে ছয় দল। শিরোপা জেতার আসল মিশন শুরু হবে। সেদিন থেকে সুপার লীগ শুরু হয়ে যাবে।
×