ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ০৯:৩০, ১২ এপ্রিল ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচী স্থগিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে দাবি না মানা হলে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বুধবার রাতে অবরোধ কর্মসূচী স্থগিত করেন ববি শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে ববি শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। এ জন্যই বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হয়। কিন্তু যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সাময়িকভাবে অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে। এদিকে, দীর্ঘসময় অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল থেকে পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা ও ভোলা রুটের যাত্রীরা। সড়কের তিন প্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। তবে অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ছুটিতে যেতে সম্মত হয়েছেন ভিসি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. এসএম ইমামুল হক ছুটিতে যেতে সম্মত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী মনোয়ার হোসেন। তিনি বলেন, ছুটিতে যাওয়ার জন্য ইতোমধ্যে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। শিক্ষকদের অবস্থান ধর্মঘট ॥ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ববির প্রশাসনিক ভবনের নিচতলায় এ কর্মসূচী শুরু করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যা চলে একটানা দুপুর একটা পর্যন্ত। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে। এখানে নেই কোন শিক্ষার পরিবেশ। আইন করা হয়েছে শিক্ষা পরিপন্থী, চলে স্বেচ্ছাচারিতা। আর এ কারণে আট দফা দাবি ঘোষণা করা হয়েছে।
×