ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রয়সংক্রান্ত গোপন নথি পরীক্ষা করবে সুপ্রীমকোর্ট ॥ বিরোধী শিবিরে স্বস্তি

রাফাল নিয়ে ধাক্কা খেলেন মোদি

প্রকাশিত: ০৯:৩০, ১১ এপ্রিল ২০১৯

রাফাল নিয়ে ধাক্কা খেলেন মোদি

ভারতের বহুল আলোচিত রাফাল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেল মোদি সরকার। বুধবার ভারতের সুপ্রীমকোর্ট রাফাল বিমান ক্রয় সংক্রান্ত নথি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে খোয়া গিয়েছে বলে বিবেচনা করার জন্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। রাফাল ক্রয়ের যেসব নথি হারিয়ে গেছে সেগুলোকে যেন প্রামাণ্য তথ্য হিসেবে গণ্য করা না হয়- এই আর্জি জানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার একটি আপত্তি তুলেছিল। কেন্দ্রের সেই আপত্তি বুধবার খারিজ করে সুপ্রীমকোর্ট। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন একটি বেঞ্চে এই আবেদন খারিজ করে। রঞ্জন গগৈ বলেন, আমরা কেন্দ্র সরকারের এই আবেদন ভালমতো পর্যালোচনা করে এই রায় দিয়েছি। তবে বিষয়টি নিয়ে পুনরায় শুনানির জন্য আদালত একটি তারিখ নির্ধারণ করে দেবে। খোয়া যাওয়া এই নথির তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। ভারতের সুপ্রীমকোর্ট রাফাল ক্রয় সংক্রান্ত গোপন নথি পরীক্ষা করে দেখবে। সুপ্রীমকোর্টের তিন বিচারক বুধবার সর্বসম্মতক্রমে সরকারের এই আবেদন খারিজ করেন। খবর এনডিটিভি, ইকোনমিক টাইমস ও জিনিউজের। মোদি সরকারের এই আবেদন খারিজ হওয়ায় বিরোধী শিবিরে স্বস্তি এসেছে। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল মনে করছে, ভারতে লোকসভা নির্বাচনে প্রথমদফা ভোটগ্রহণ শুরুর ঠিক একদিন আগে সুপ্রীমকোর্টের এই রায় বিজেপি শিবিরের জন্য চরম আঘাত হয়ে আসতে পারে। এর আগে ভারতের সর্বোচ্চ আদালতে রাফাল মামলার রায়ে হাসি ফুটেছিল মোদি সরকারের। ওই রায়ে তখন কোন অসঙ্গতি ধরা পড়েনি। সুপ্রীমকোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। এই আবেদনকারীর মধ্যে ছিলেন সাবেক দুই প্রভাবশালী মন্ত্রী যশবন্ত সিং, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ। এর আগে রাফাল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত যেসব নথি গণমাধ্যমে প্রকাশিত হয় তার বিস্তারিত নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে না বলে যুক্তি দেয় সরকার। কারণ হিসেবে বলা হয়, এসব গোপন ও স্পর্শকাতর তথ্য বাইরে প্রকাশ করলে শত্রুপক্ষ দিল্লীর যুদ্ধ সক্ষমতা সম্পর্কে আঁচ পাবে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এতে দেশের নিরাপত্তা বিপন্ন হতে পারে। এর আগে রাফাল নিয়ে সিবিআই তদন্তের আর্জি নাকচ করে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রীমকোর্ট। এর পরই রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নোট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তাতে দেখা যায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যখন ফ্রান্সের সঙ্গে দরকষাকষি করছিল, সে সময়েই প্রধানমন্ত্রীর দফতর সমান্তরাল দরকষাকষি করেছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাতে আপত্তিও তোলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওই নথি নিয়েই সুপ্রীমকোর্টের আগের দেয়া রায় পুনর্বিবেচনার আর্জি জানান যশবন্ত সিং, অরুণ শৌরি, ও প্রশান্ত ভূষণ। সরকারের যুক্তি ছিল, ওই গোপন নথি আদালতে প্রামাণ্য হিসেবে স্বীকৃত হতে পারে না। কারণ মন্ত্রণালয় থেকে ওই ফাইল চুরি হয়েছে। পরে সরকার জানায়, বেআইনীভাবে ওই নথি ফোটোকপি করে নেয়া হয়েছে। তাই আদালত তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না। আবেদনকারীদের তরফে পাল্টা যুক্তি ছিল, যে নথি ইতোমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে তাকে নিয়ে গোপনীয়তার যুক্তি খাটে না। এ প্রেক্ষিতেই এই রায় দিল শীর্ষ আদালত।
×