ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মনটেরি ওপেনে চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা

প্রকাশিত: ১১:৫৫, ৯ এপ্রিল ২০১৯

মনটেরি ওপেনে চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছরের মধ্যে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে ইনজুরিতে পড়েন বেলারুশ সুন্দরী। ম্যাচের ফলাফল যখন ৬-১ এবং ৩-১ ঠিক তখনই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন আজারেঙ্কা। সেই সুযোগে মনটেরি ওপেনের চ্যাম্পিয়ন হন গারবিন মুগুরুজা। শিরোপা ধরে রেখে দারুণ খুশি স্পেনের এই টেনিস তারকা। মেক্সিকো ওপেনের পর এটাই যে তার প্রথম শিরোপা। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো কোন শিরোপা টানা দুইবার জয়ের রেকর্ড গড়লেন গারবিন মুগুরুজা। সেইসঙ্গে ক্যারিয়ারের সপ্তম শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ২৫ বছরের এই তারকা। এ প্রসঙ্গে কোর্টের সাক্ষাতকারে মুগুরুজা বলেন, ‘এই সপ্তাহের পারফর্মেন্সে আমি খুব খুশি। পিছিয়ে পড়েও ফেরা এবং শিরোপা ধরে রাখার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটা মোটেও সহজ কোন কাজ নয়। মনটেরি আমার ভালবাসার টুর্নামেন্ট। এখানকার সমর্থকরা সবসময়ই আমাকে দারুণভাবে সমর্থন করে।’ বয়সে পঁচিশকেও ছাড়িয়ে গেছেন গারবিন মুগুরুজা। এই সময়ে দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তবে স্প্যানিশ তারকা জানালেন গত বছরের ড্রয়ের চেয়ে এবারটা তুলনামূলকভাবে সহজ ছিল তার। এছাড়া ফাইনালে আজারেঙ্কা ইনজুরিতে পড়ে যাওয়ায় হতাশ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে গারবিন মুগুরুজা বলেন, ‘যে কোন শিরোপা জেতার অনুভূতিই মধুর। তবে এই টুর্নামেন্টের শেষটা ছিল অদ্ভুত। বিশেষ করে আজারেঙ্কা এক পর্যায়ে ইনজুরিতে পড়ে যান। তবে গত বছরের পর এবারও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য স্পেশাল। গত বছরে এখানে আমার কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়েছে। সেই তুলনায় এবারের ড্রটা বেশ ভাল হয়েছে। তবে এখানে আমি আমার সেরা টেনিসটাই খেলেছি।’ অন্যদিকে, চরম হতাশ ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০১৬ সালের এপ্রিলে সর্বশেষ কোন টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলেন তিনি। তার তিন বছর পর কোন টুর্নামেন্টের ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রতিশ্রুতি দিয়েছিলেন ছন্দ ধরে রাখারও। কিন্তু অপ্রত্যাশিত চোট কেড়ে নিল তার সেই সম্ভাবনা। মন্টেরি ওপেনের ফাইনালে পায়ের চোটের কারণে প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মুগুরজার কাছে প্রথম সেটে হেরে শুরু করেছিলেন আজারেঙ্কা। ৬-১ গেমে হারার পর পর মেডিক্যাল টাইম আউট নিয়েছিলেন ডান কাফ মাসলে চোট অনুভব করায়। দ্বিতীয় সেটে চোট ভুগিয়েছে তাকে। ৩-১ এ পিছিয়ে থাকার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী এই বেলারুশ সুন্দরী। গত কয়েকটা বছর বেশ খারাপ গেছে আজারেঙ্কার। তিন বছর আগে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনের শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। এর দুই সপ্তাহ পরই ঘোষণা দেন মা হতে চলেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই বছরের শেষে পুত্র সন্তানের মা হন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। ছেলে লিওকে জন্ম দেয়ার পর থেকেই যেন নানান ধরনের ঝামেলা ঘিরে ধরে তাকে। পরের বছর টেনিসে ফিরলেও ছেলেকে হেফাজতে রাখতে শুরু হয় তার আইনী লড়াই। তাই শিরোপার এত কাছে গিয়েও তা জিততে না পারায় চোখ ভিজে উঠেছিল আজারেঙ্কার। অশ্রুসিক্ত নয়নে প্রতিক্রিয়ায় জানান, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আজ সেরাটা দিতে পারিনি। তবে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।’ মনটেরি ওপেনে মুগুরুজার কাছে হারলেও র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে আজারেঙ্কার। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক লাফে সাত ধাপ এগিয়ে এসেছেন তিনি। এর ফলে ৬৭ থেকে ৬০ নম্বরে উঠে এসেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। আজারেঙ্কার ভক্ত-অনুরাগীদের জন্য এটা নিঃসন্দেহে বেশ আনন্দের খবর।
×