ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রুনাইয়ে শরিয়া আইন

সমকামিতাসহ কয়েক অপরাধে পাথর ছুড়ে হত্যা

প্রকাশিত: ০৯:২২, ৯ এপ্রিল ২০১৯

সমকামিতাসহ কয়েক অপরাধে পাথর ছুড়ে হত্যা

ব্রুনাইয়ে সমকামিতাসহ কয়েকটি অপরাধে পাথর ছুড়ে মৃত্যুদ- দেয়ার মতো কঠোর ইসলামিক আইন চালুর ঘোষণা নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। আতঙ্কে এরই মধ্যে ব্রুনাই ছেড়েছেন ‘এলজিবিটি’ সম্প্রদায়ের দুজন লোক। দেশটিতে বেড়ে ওঠার অভিজ্ঞতাও বর্ণনা করেছেন তারা। বলেছেন, কিভাবে সেদেশে শিশুদের ছোট পাথর ছুড়ে এ নির্মম মৃত্যুদ- কার্যকর করতে শেখানো হয়। ব্রুনাইয়ের সুলতান গত বুধবার সমকামিতা, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক এবং ধর্ষণের মতো অপরাধের জন্য পাথর ছুড়ে হত্যা এবং একইসঙ্গে চুরির জন্য অঙ্গচ্ছেদের মতো বর্বর শাস্তি চালুর ঘোষণা দেন। ওইদিন জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি ‘জোরালো’ ইসলামিক শিক্ষা প্রণয়নের কথা বলেন। ‘মধ্যযুগীয় এই দ-ের’ বিধানে ব্রুনাইয়ের সমকামী সম্প্রদায় শঙ্কা প্রকাশ করে বলেছে, তাদের হয়ত দেশ ছেড়ে চলে যেতে হবে। এরই মধ্যে ব্রুনাই ত্যাগ করা দুই নাগরিকের একজন সমকামী এবং একজন হিজড়া। তারা বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এদেরই একজন শাহিরান বলেন, ‘ছোটবেলায় আমাদের শেখানো হতো, হাতের পাথরটি যেন খুব বড় না হয়। কারণ, বড় পাথর ছুড়লে মানুষটি খুব দ্রুত মারা যাবে।’ তিনি আরও বলেন, ‘এ কারণে দেশে থাকা অবস্থায় আমি কখনই আমার সমকামিতার কথা স্বীকার করিনি। -ওয়েবসাইট
×