ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকাতে আরও কঠোর লোক চান ট্রাম্প

হোমল্যান্ডমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৯:২০, ৯ এপ্রিল ২০১৯

হোমল্যান্ডমন্ত্রীর পদত্যাগ

ট্রাম্পের আরও এক সহযোগী পদত্যাগ করলেন। সরে যেতে বাধ্য হলেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কার্টসজেন নিয়েলসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিয়েলসেনের পদত্যাগের কথা ঘোষণা করেন। এ সময় দক্ষিণাঞ্চল সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে অভিবাসী নীতি কঠোর করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। নিয়েলসেনের স্থলাভিষিক্ত হবেন কাস্টমস এ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান। নিয়েলসেনের সরে যাওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কঠিন সম্পর্কের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। পূর্ণ আনুগত্য এবং প্রেসিডেন্টের বিতর্কিত নীতির অকুণ্ঠ সমর্থক হওয়া সত্ত্বেও নিয়েলসেনের প্রতি অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। শক্তিশালী এই সংস্থায় ১৮ মাসের কর্মজীবনে ৪৬ বছর বয়সী নিয়েলসেন পিতামাতা থেকে শিশুদের আলাদা করার বিতর্কিত চেষ্টার সমর্থক হয়ে উঠেছিলেন। এর ফলে তিনি প্রগতিশীল গ্রুপ এবং বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির রোষানলে পড়েন। তারা বার বার তাকে পদত্যাগের আহ্বান জানান। তবে এগুলোর কোনটিই ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। রবিবার ট্রাম্প এক টুইটে বলেন, হোমল্যান্ড সিকিউরিটির প্রধান তার পদ ছেড়ে দেবেন। সেবা দেয়ার জন্য তাকে ধন্যবাদ। টুইটারে শেয়ার করা পদত্যাগপত্রে নিয়েলসেন বলেন, নতুন যুগের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্কার বিষয়ে অগ্রগতি সত্ত্বেও আমি দৃঢ়প্রতিজ্ঞ যে, সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। খবর বিবিসি ও এএফপির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিয়েলসেন ক্যালিফোর্নিয়ায় এক সঙ্গে মেক্সিকো সীমান্ত পরিদর্শনের দুদিন পর এ সিদ্ধান্ত এলো। এ সময় প্রেসিডেন্ট অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের উদ্দেশে কঠিন বার্তা দেন। তিনি বলেন, আমাদের দেশ পরিপূর্ণ। দেশের অর্থনীতি নিয়ে শীর্ষ রিপাবলিকানদের উদ্বেগ সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, কংগ্রেস ও মধ্য আমেরিকার সরকারগুলো অভিবাসীর ¯্রােত থামাতে সহায়তা করেনি। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সপ্তাহে নিয়েলসেন জরুরী পদক্ষেপ নেন। রবিবার সন্ধ্যায় তিনি টুইট করে বলেন, বহু বছর ধরে নিয়মের ব্যত্যয় হচ্ছে। সীমান্তের ফাঁকফোকর বন্ধে কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবশ্যই একমত হওয়া উচিত- খোলা সীমান্ত নয় (অপরাধ ও মাদক)। যদি প্রয়োজন হয়, দক্ষিণাঞ্চলের সীমান্ত বন্ধ করা হবে। শুক্রবার মার্কিন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, ইমিগ্রেসন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগকে নেতৃত্ব দিতে লোক বাছাই করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, বিভাগটি চালাতে আরও কঠোর মানুষ প্রয়োজন। পর্যবেক্ষকদের ধারণা, এসব কর্মকা- দেখে মনে হচ্ছে প্রেসিডেন্ট আরও কঠোর হতে চান। বর্ডার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত মার্চে এক লাখেরও বেশি অভিবাসী মেক্সিকোয় ঢুকেছে। এদের বেশিরভাগই এল সালভাদর, হন্ডুরাস ও গুয়াতেমালার। অভিবাসী ¯্রােত ঠেকাতে না পারায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চে এসব দেশে সহায়তা কমিয়ে দেন। সিনেটে মাইনরিটি নেতা চাক শুমার রবিবার বলেন, প্রশাসনের সবচেয়ে চরমপন্থী কণ্ঠস্বর যখন ট্রাম্পের কাছে চরমপন্থী নন তখন বুঝতে হবে, তিনি মার্কিন জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন। হাউস স্পীকার ন্যান্সি পেলোসি বলেন, এটা খুবই উদ্বেগজনক যে, ট্রাম্প প্রশাসনের যে ব্যক্তি শিশুদের খাঁচার মধ্যে ঢুকিয়েছে তিনি পদত্যাগ করছেন। কারণ তিনি হোয়াইট হাউসের পছন্দ অনুযায়ী ততটা কট্টর নন। নিয়েলসেন ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম ডিএইচএস মন্ত্রী জন কেলির সহকারী হিসেবে যোগ দেন। কেলি যখন ২০১৭ সালের জুলাইয়ে ট্রাম্পের চীফ অব স্টাফ হিসেবে হোয়াইট হাউসে যান তখন তার ডেপুটি হিসেবে যান নিয়েলসেন। কিন্তু অক্টোবরের মধ্যে তিনি ডিএইচএসে ফিরে আসেন মন্ত্রী হয়ে। দুর্যোগ ত্রাণ, সাইবার নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, কোস্ট গার্ড, কাস্টমস ও সীমান্ত টহল সবই এ বিভাগের অধীনে চলে আসে। তবে সব ছাপিয়ে তার কঠোর অভিবাসী নীতির কারণে মানুষ তাকে মনে রাখবে।
×