ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘বারি’ উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি পরিচিতি কর্মশালা

প্রকাশিত: ১০:৩১, ৮ এপ্রিল ২০১৯

 ‘বারি’ উদ্ভাবিত  আধুনিক প্রযুক্তি  পরিচিতি  কর্মশালা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রায় ২০৮টি ফসলের ওপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি। উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন ফসলের উচ্চফলনশীল জাত ও উন্নত উৎপাদন বিষয়ক প্রযুক্তি। এতে দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। রবিবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস) মিলনায়তনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি পরিচিতি কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পরিচালক- ড. মোহাম্মদ লুৎফর রহমান। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক-গবেষণা উইং ড. মোহাম্মদ আব্দুল ওহাব ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নির্মল কুমার দে। স্বাগত বক্তব্য দেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েদুর রহমান। উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, বিজ্ঞানীবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএআরআই বিভিন্ন প্রকার দানা জাতীয় শস্য, কন্দাল, ফসল, ডাল, তেল ফসল, সবজি, ফল, ফুলসহ প্রায় ২০৮টি ফসলের ওপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
×