ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ক্রীড়াবিদ শূটার বাকী

প্রকাশিত: ১২:০২, ৭ এপ্রিল ২০১৯

 বর্ষসেরা ক্রীড়াবিদ শূটার বাকী

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটার মুশফিকুর রহীম ও রুমানা আহমেদকে পেছনে ফেলে ২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন শূটার আব্দুল্লাহ হেল বাকী। কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ডের পপুলার চয়েজ এ্যাওয়ার্ডটি জিতেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়। বর্তমান-সাবেক ক্রীড়াবিদ, সংগঠকদের বিচরণে আলোকিত হয়ে ওঠে অনুষ্ঠান। ২০১৮ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস। শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী। গেমসে বাংলাদেশের প্রথম পদক ছিল এটি। স্বর্ণ জেতারও সুযোগ ছিল। কিন্তু মনোযোগে ঘাটতি থাকায় শেষ শটে ৯.৭ স্কোর করতে পারেন। বাকির স্কোর ছিল ২৪৪.৭। সোনা জেতা স্যাম্পসনের স্কোর ছিল ২৪৫.০। বর্ষসেরা ক্রীড়াবিদে বাকিকেই বেছে নেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি রুমানার হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী। বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দসহ সংগঠনের সবাই উপস্থিত ছিলেন। এবার মোট ১২টি বিভাগে ১৪ জনকে পুরস্কৃত করা হয়। সমর্থকদের ভোটে পপুলার চয়েজ এ্যাওয়ার্ড জিতে নেন তামিম ইকবাল। এ এ্যাওয়ার্ডের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদে মনোনয়ন পাওয়া তিন ক্রীড়াবিদ মুশফিক, রুমানা ও বাকীও ছিলেন। তবে তামিমও বাজিমাত করেন। ২০১৮ সালে ওয়ানডেতে ২ সেঞ্চুরিসহ ৬৮৪ রান করেন তামিম। টি২০তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে ৭৪ রান করার সঙ্গে ৩৫৪ রান করেন। তবে দুবাইতে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে তামিম এক হাতে ব্যাট করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলেন, সেই কীর্তিই পপুলার চয়েজে তাকে ঠেলে দিয়েছে। টুর্নামেন্টে শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের সবচেয়ে পছন্দের ক্রিকেটারও হন তামিম। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ এ্যাওয়ার্ড ছাড়া সব বিভাগের পুরস্কার কারা পাচ্ছেন তা আগেই ঘোষণা করা হয়েছিল। মুশফিক বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। বর্ষসেরা ফুটবলার হয়েছেন তপু বর্মণ। বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হন শাপলা আক্তার। বর্ষসেরা শূটার হন আব্দুল্লাহ হেল বাকী। উদীয়মান ক্রীড়াবিদ হন ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও টেনিস খেলোয়াড় মেহেদী হাসান আলভী। বর্ষসেরা কোচ হন গোলাম রব্বানী ছোটন। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার পান ফজলুল ইসলাম ও মনসুর আলী। বর্ষসেরা সংগঠক হন নাজমুল হাসান পাপন এবং বর্ষসেরা পৃষ্ঠপোষক হয়েছে বসুন্ধরা গ্রুপ। বিশেষ সম্মাননা পেয়েছেন নাজমুন নাহার বিউটি। ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এরই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনের প্রার্থিত অনুষ্ঠান ‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি হয়। পুরস্কার পেলেন যারা ক্যাটাগরি পুরস্কৃত ক্রীড়াবিদ বর্ষসেরা ক্রীড়াবিদ আব্দুল্লাহ হেল বাকী (শ্যূটার) পপুলার চয়েজ এ্যাওয়ার্ড তামিম ইকবাল খান (ক্রিকেটার) বর্ষসেরা ক্রিকেটার মুশফিকুর রহীম বর্ষসেরা শূটার আব্দুল্লাহ হেল বাকী বর্ষসেরা ফুটবলার তপু বর্মণ বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় শাপলা আক্তার উদীয়মান ক্রীড়াবিদ সিরাত জাহান স্বপ্না (ফুটবলার), মেহেদী হাসান আলভী (টেনিস) বর্ষসেরা কোচ গোলাম রব্বানী ছোটন (জাতীয় মহিলা ফুটবল দল) তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ফজলুল ইসলাম (হকি কোচ), মনসুর আলী (সংগঠক) বিশেষ সম্মাননা নাজমুন নাহার বিউটি (সাবেক দ্রুততম মানবী) বর্ষসেরা সংগঠক নাজমুল হাসান পাপন (সভাপতি, এসিসি এবং বিসিবি) বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।
×