ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেরী এন্ডারসনে বেঙ্গল গঙ্গার পর্যটকদের সংবর্ধনা

প্রকাশিত: ১০:১২, ৭ এপ্রিল ২০১৯

  মেরী এন্ডারসনে বেঙ্গল গঙ্গার  পর্যটকদের  সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ভারতের কলকাতার জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গার পর্যটকদের সংবর্ধনা দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা দাস গাঙ্গুলী। এ সময় পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বিআইডব্লিউটিএর ভিআইপি জেটি মেরী এন্ডারসন ঘাটে এসে জাহাজটি পৌঁছলে তাদের এই উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা দেয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদকিদের প্রশ্নের উত্তরে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল। আমরা পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, নৌপথের দিকে এর আগের কোন সরকার দৃষ্টি দেয়নি। আমরা এই প্রথম নৌপথ থেকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করছি, সেক্ষেত্রে বর্তমান সরকারের আগ্রহ আছে, আমরা মনে করি ভবিষ্যতে যে ছোট-খাটো ত্রুটিগুলো আছে সেগুলো সেরে একটি ভাল ক্রুজ সার্ভিস আমরা চারদিকে চালু করতে পারব। তিনি বলেন, বুড়িগঙ্গা নদীসহ ঢাকার চারটি নদীর বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা আশা করি বুড়িগঙ্গার যে আদি রূপ, যে স্বচ্ছ পানি, সেটা আমরা ফিরিয়ে আনতে পারব। আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ৩৫ জন ক্রু নিয়ে জাহাজটি ২৯শে মার্চ দুপুর সাড়ে বারোটায় কলকাতা খিদিরপুর বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। বাংলাদেশের সুন্দরবন হয়ে ৩০ মার্চ সন্ধ্যায় খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে এসে নোঙর করে। গত আট দিনে নদী মাতৃক বাংলাদেশের সুন্দরবনসহ বিভিন্ন সৌন্দর্য্য উপভোগ করে নারায়ণগঞ্জ পাগলা মেরী এন্ডারসন জেটিতে আসে জাহাজটি। ৭০ বছর পর ভারতের কোন জাহাজ বাংলাদেশে এসে পৌঁছাল। আবার গত ২৯ মার্চ রাতে এমভি মধুমতি নামে বাংলাদেশী একটি ক্রুজ জাহাজ ফতুল্লার পাগলা মেরী এন্ডারসন ভিআইপি জেটি থেকে ভারতের কলকাতা যাত্রা করে।
×