ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় ব্রাদার্স-রহমতগঞ্জ ময়মনসিংহে সাইফ-নোফেল মুখোমুখি

আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল

প্রকাশিত: ১০:০০, ৬ এপ্রিল ২০১৯

 আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ পাক্কা একমাসের বিরতি। অবশেষে বিরতির পালা শেষ। এবার পালা বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা আবারও মাঠে গড়ানোর। দীর্ঘ বিরতি শেষে আজ শনিবার থেকে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। আজ খেলা হবে দুটি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মুখোমুখি হচ্ছে পুরনো ঢাকার ক্লাব, ‘আইলো’, ‘ডাইলপট্টি’ এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত এবং ১৯৭৭ ঢাকা লীগের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। একইদিনে দুপুর সাড়ে ৩টায় ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে মোকাবেলা করবে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ দিয়েই প্রায় একমাসের বিরতি শেষে শুরু হতে যাচ্ছে লীগের একাদশ রাউন্ড। গত ৫ মার্চ রহমতগঞ্জ বনাম আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শেষ হয় লীগের দশম রাউন্ড। এর মাঝে বাংলাদেশ জাতীয় দল বনাম কম্বোডিয়ার প্রীতি ম্যাচ, অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই আর ঢাকা আবাহনীর এএফসি কাপের ম্যাচের জন্য লীগের খেলায় ছেদ পড়ে। ব্রাদার্স-রহমতগঞ্জ প্রসঙ্গে আসা যাক। গত লীগের শুরুতে দু’দলই বেশ ভাল খেললেও চলতি লীগে তাদের সেই ধারাবাহিকতার লেশমাত্র নেই। দশ রাউন্ড শেষে ৯ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে (ত্রয়োদশ) আছে ব্রাদার্স। পক্ষান্তরে ৮ পয়েন্ট নিয়ে কিছুটা ‘ভাল’ স্থানে (নবম) আছে রহমতগঞ্জ। এদিকে সাইফের সংগ্রহ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট। পয়েন্ট টেবিলে অবস্থান চার নম্বরে। আজ তারা জিতলেও অবশ্য খুব একটা লাভ হবে না তাদের। থাকতে হবে আগের জায়গাতেই। কারণ ২০ পয়েন্ট নিয়ে তিনে থাকা শেখ রাসেল গোল গড়ে তাদের চেয়ে এগিয়ে অনেকটাই (+৯, সাইফের +৪)। তাই রাসেলকে টপকাতে হলে তাদের নোফেলকে হারাতে হবে কমপক্ষে ৬-০ গোলে। যা বেশ কঠিন ব্যাপারই তাদের জন্য। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে নবাগত নোফেল। শিরোপা-লড়াইয়ে এবার যে ক’টি ক্লাব আছে, তাদের মধ্যে এই সাইফও আছে। তবে সার্বিকভাবে বিচার করলে লীগের চ্যাম্পিয়নশিপের লড়াইটা হবে ঢাকা আবাহনী আর বসুন্ধরা কিংসের মধ্যেই। আর তাদের ঘাড়েই উত্তপ্ত নিঃশ্বাস ফেলছে একবারের চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। প্রিমিয়ার লীগে নবাগত হলেও দাপটটা বেশ ভালই দেখাচ্ছে ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা কিংস। ২৫ পয়েন্ট নিয়ে লীগের টেবিলের শীর্ষে আছে তারা। এই লীগে একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত আছে তারাই। তাদের চেয়ে মাত্র এক পয়েন্ট কম লীগের বর্তমান চ্যাম্পিয়ন ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনীর। তবে বসুন্ধরা ৯ ম্যাচ খেললেও আবাহনী খেলেছে তাদের চেয়ে একটি বেশি ম্যাচ। আরামবাগ আছে পাঁচে (১৬ পয়েন্ট)। বাকি আটটি ক্লাবের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে দু’বারের শিরোাধারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গত আসরের রানার্সআপ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও সমান ১৩ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় তারা আছে সাতে। ১১ পয়েন্ট নিয়ে তাদের থেকে একধাপ নিচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। অন্যদিকে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দশম রাউন্ড শেষে ঐতিহ্যবাহী এই ক্লাবটির এমন অবস্থান যাদের নামের সঙ্গে কোনমতেই মানানসই নয়। প্রিমিয়ার লীগের গত কয়েক আসরের মতো এবারও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। ৯টি ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে তারা। দু’টি ড্র আর সর্বসাকুল্যে একটি মাত্র জয়। টিম বিজেএমসির সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। তারা রয়েছে ১২তম স্থানে।
×