ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে এনআরসি রুখবই ॥ মমতা

প্রকাশিত: ০৮:৩৩, ৬ এপ্রিল ২০১৯

 পশ্চিমবঙ্গে এনআরসি রুখবই ॥ মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, কোন মতেই বাংলায় এনআরসি করতে দেয়া হবে না। বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙ্গায় দলীয় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। এ সময় তৃণমূলের প্রার্থী চিত্রনায়িকা নুসরাত জাহানসহ দলটির অন্য এমপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। মমতা বলেন, ‘এই এনআরসির নামে অসমে ২২ লাখ মুসলিম এবং ২৩ লাখ বাঙালী হিন্দুকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই এনআরসি এই রাজ্যে কার্যকর করতে দেব না। মোদির এই উদ্যোগ রুখবই। এবার মোদিকে হটানোর সময় এসেছে। -খবর ওয়েবসাইটের। বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, পাহাড়ে আগুন লাগিয়েছে বিজেপি। বাংলার সঙ্গে পাহাড়ের ঝগড়া বাধিয়েছে বিজেপি। আমরা সেই বিজেপিকে এবার আর পাহাড়ে ঠাঁই দেব না। তিনি বলেন, মোদি মানুষকে হয়রানি করার জন্য সিবিআই, ইডি আর আয়কর দফতরকে দিয়ে ভয় দেখাচ্ছে। এতে ভীত নয় বাংলার মানুষ। মমতা প্রশ্ন করেন, ‘কেন গোরক্ষার নামে মানুষ হত্যা করা হচ্ছে? খুন করা হচ্ছে? জবাব দিন, মোদিবাবু। এই বাংলার মানুষ সচেতন। তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। এ রাজ্যে কোনক্রমে বিজেপিকে অশান্তি করতে দেয়া হবে না।
×