ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম আইন করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১০:৪৬, ৫ এপ্রিল ২০১৯

প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম আইন করল অস্ট্রেলিয়া

প্রযুক্তি শিল্প, গণমাধ্যম কোম্পানি ও আইন বিশেষজ্ঞরা মারাত্মক প্রতিক্রিয়া দেখানো সত্ত্বেও অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস ভিডিও হ্রাস করার জন্য আইন পাস করেছে। প্রধান বিরোধী দল লেবার পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল কংগ্রেস বৃহস্পতিবার আইনটি পাস করে। গার্ডিয়ান। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্বাহীদের বিচারের অনুমোদন না রাখার বিষয়ে সতর্ক করে দিয়ে আইনটি পাস করা হয়। যদিও টেক জায়ান্টরা বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, এটি সহিংস উপাদান মুছে ফেলার ব্যর্থতার জন্য তাদের কোম্পানির যে কাউকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এ্যাটর্নি জেনারেল ক্রিস্টিয়ান পর্টার বিলটিকে বিশ্বে প্রথম বলে অভিহিত করেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার জেরে খসড়া তৈরি করা হয়েছিল। অভিযুক্ত হামলাকারী সহিংস হামলার ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি সরিয়ে ফেলার আগেই তা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পর্টার রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, ফেসবুক ও টুইটারের খুনের ফুটেজ দেখানো উচিত নয়। একইভাবে বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলেও এটি প্রদর্শন করা উচিত নয়। ইউটিউব, টুইটার ও ফেসবুকের মতো প্লাটফর্ম রয়েছে যারা সবচেয়ে বেশি ঘৃণ্য সহিংস উপাদানগুলো গুরুত্ব সহকারে দেখানোর দায় স্বীকার করে না।
×